দামুড়হুদায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন

দামুড়হুদায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

দামুড়হুদায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন

মোঃ আসাদুজ্জামান আসাদ চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি:-দামুড়হুদায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের ঐক্য গড়বে আগামীর শুদ্ধতা এই স্লোগানকে সামনে রেখে দুর্নীতি দমন কমিশন সমন্বিত কার্যালয় ঝিনাইদহ উপজেলা প্রশাসন দামুড়হুদা ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি দামুড়হুদার যৌথ আয়োজনে প্রথমে উপজেলা চত্বরে মানববন্ধন এবং পরবর্তীতে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাবেক অধ্যক্ষ মোঃ কামাল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) কে. এইচ. তাসফিকুর রহমান।এখনো পর্যন্ত কেন এই দুর্নীতির বিরুদ্ধে যথাযথভাবে প্রতিরোধ গড়ে তোলা সম্ভব হয়নি সে বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন দুর্নীতি একটি মরণব্যাধির মতো সমস্যা। আমি বুদ্ধি জ্ঞান হওয়ার পর থেকেই দেখছি শৈশব থেকেই মানুষের অন্তরে দুর্নীতি ঢুকে পড়ে। সবলরা দুর্বলদের উপর প্রভাব বিস্তার করে, দুর্বলদের ঠেলে ফেলে দেয় এবং সমাজে হেয় প্রতিপন্ন করে। আমরা যারা সরকারি চাকরি করি অনেক সময় দায়িত্ব হিসেবে না দেখে ক্ষমতার অপব্যবহার করি, যার ফলে প্রাতিষ্ঠানিকভাবে বৈষম্যের সৃষ্টি হয়। তাই এই মরণব্যাধি দুর্নীতি থেকে বেরিয়ে আসতে হবে।তিনি আরও বলেন দুর্নীতি হলো বৈষম্য। সামষ্টিকভাবে দুর্নীতি প্রতিরোধ করতে হলে সামাজিক সচেতনতা বাড়াতে হবে এবং জোরালো প্রতিরোধ গড়ে তুলতে হবে। হয়তো সমাজ থেকে দুর্নীতি পুরোপুরি নির্মূল করা সম্ভব নয় কিন্তু সমতা প্রতিষ্ঠা করা সম্ভব। এই দেশটি দুর্বল শ্রেণির মানুষের হাত ধরে স্বাধীন হয়েছে তাই কৃষকদের সম্মান করতে হবে নারীদের সম্মান করতে হবে শ্রমিকদের সঠিক সময়ে ন্যায্য মজুরি দিতে হবে অসহায়দের পাশে দাঁড়াতে হবে। তাহলেই আমরা একটি দুর্নীতিমুক্ত সুন্দর সমাজ ও দেশ গড়ে তুলতে পারব।আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজের প্রভাষক মিল্টন কুমার সাহার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ মশিউর রহমান উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন আক্তার, উপজেলা শিক্ষা কর্মকর্তা আবু হাসান, প্রাণিসম্পদ কর্মকর্তা নিলিমা আক্তার হ্যাপি মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনে জাহান, সমবায় কর্মকর্তা হারুন অর রশিদ, সমাজসেবা কর্মকর্তা তোফাজ্জেল হক একাডেমিক সুপারভাইজার রাফিজুল ইসলাম, ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার আব্দুল মান্নান দামুড়হুদা প্রেস ক্লাবের সহ-সভাপতি মিরাজুল ইসলাম মিরাজসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ ধর্মীয় উপাসনালয়ের প্রতিনিধিবৃন্দ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সুধীজন রোভার স্কাউট নেতৃবৃন্দ এবং বিভিন্ন স্কুল-কলেজের ছাত্রছাত্রী।