‎মাধবপুরে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে জরিমানা

‎মাধবপুরে কৃষি জমির উর্বর টপসয়েল রক্ষা এবং অবৈধ মাটি উত্তোলন রোধে মঙ্গলবার (৯ ডিসেম্বর) মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে

‎মাধবপুরে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে জরিমানা

স্বপন রবি দাশ,হবিগঞ্জ প্রতিনিধি:মাধবপুরে কৃষি জমির উর্বর টপসয়েল রক্ষা এবং অবৈধ মাটি উত্তোলন রোধে মঙ্গলবার (৯ ডিসেম্বর) মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মুজিবুল ইসলাম।

‎অভিযানে মিরনগর ও আন্দিউড়া এলাকার মোঃ মনির হোসেনকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ লঙ্ঘনের দায়ে দুই লাখ টাকা জরিমানা করা হয়।

‎মাধবপুর থানা পুলিশের একটি টিম অভিযানে উপস্থিত থেকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করে।

‎প্রশাসনের কর্মকর্তা জানান, কৃষিজমির উর্বরতা বজায় রাখা এবং জনস্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে চালানো হবে।