‎মাধবপুরে ইয়াবাসহ এক যুবক গ্রেপ্তার

হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহপুর বাজার এলাকা থেকে ইয়াবাসহ আশিক তাঁতি (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ

‎মাধবপুরে ইয়াবাসহ এক যুবক গ্রেপ্তার

‎স্বপন রবি দাশ হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহপুর বাজার এলাকা থেকে ৫০ পিস ইয়াবাসহ আশিক তাঁতি (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে হরষপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ খাইরুল বাশারের নেতৃত্বে এসআই জয়পালসহ পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাঁকে আটক করে।

‎গ্রেপ্তার আশিক তাঁতি তেলিয়াপাড়া চা-বাগানের বাসিন্দা বিষু তাতীর ছেলে। পুলিশ জানায়, তল্লাশির সময় তাঁর পরিহিত প্যান্টের পকেট থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

‎মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদ উল্ল্যা বলেন,গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ইয়াবাসহ মাদক কারবারিদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।