ব্রাহ্মণবাড়িয়ায় ফেনসিডিলসহ দুইজন গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় ১৪০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

ব্রাহ্মণবাড়িয়ায় ফেনসিডিলসহ দুইজন গ্রেফতার

সুজিত কুমার চক্রবর্তী স্টাফ রিপোর্টার: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় ১৪০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২০ অক্টোবর) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ টোলপ্লাজার সামনে থেকে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন- রহমত আলী (৩৮) ও মো. রাসেল (২১)। তাদের বাড়ি সিলেট জেলার কোম্পনীগঞ্জে। দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে পুলিশ।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খাইরুল আলম জানান, সকালে গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ টোলপ্লাজার সামনে নম্বরবিহীন একটি পিকআপ ভ্যানে তল্লাশি করে পুলিশ৷

এসময় পিকআপ ভ্যানটিতে কৌশলে লুকিয়ে রাখা ১৪০ বোতল ফেনসিডিল জব্দ কর হয়। এ ঘটনায় ওই দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।