নাসিরনগর সাংবাদিক ফোরামে রাকিব চৌধুরীকে সভাপতি ও তোফাজ্জল মিয়াকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্যের নতুন কমিটির আত্মপ্রকাশ
সত্যের পথে ঐক্যবদ্ধ কন্ঠ" এ স্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার 'নাসিরনগর সাংবাদিক ফোরাম' নামে আগামী এক বছরের জন্য ১১ সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।
সুজিত কুমার চক্রবর্তী স্টাফ রিপোর্টার: "সত্যের পথে ঐক্যবদ্ধ কন্ঠ" এ স্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার 'নাসিরনগর সাংবাদিক ফোরাম' নামে আগামী এক বছরের জন্য ১১ সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (১ লা নভেম্বর) সন্ধ্যা ৬ টায় নাসিরনগর প্রেস ক্লাবে এক সভায় উপস্থিত সংবাদকর্মীদের সর্বসম্মতিক্রমে সংগঠনের উপদেষ্টা দৈনিক সকালের সময় প্রতিনিধি হুমায়ুন কবীর ভূঁইয়া, জিয়াউর রহমান চৌধুরী ও মোঃ তাকিউল ইসলাম এর স্বাক্ষরে এ কমিটি ঘোষণা করা হয়।
শনিবার সন্ধ্যায় সাংবাদিক ফোরামের কমিটি গঠন উপলক্ষে প্রেসক্লাব মিলনায়তনে জমেছিল বিভিন্ন মিডিয়ায় নাসিরনগরের এক ঝাক মেধাবী ও প্রতিশ্রুতিশীল সাংবাদিকদের মিলনমেলা। কমিটির দায়িত্বশীল পদ নির্বাচন নিয়ে দীর্ঘ সময় ধরে চলে নিজ নিজ সমর্থিত প্রার্থীদের নিয়ে চলে যুক্তি প্রদর্শন ও যুক্তিখন্ডনের প্রতিযোগিতা। দীর্ঘ আলোচনা শেষে রাকিব চৌধুরী (দৈনিক সংবাদ দিগন্ত)কে সভাপতি ও তোফাজ্জল মিয়া (স্বদেশ প্রতিদিন)কে সাধারণ সম্পাদক মনোনীত করে সর্বসম্মতিক্রমে ১১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষনা করা হয়।কমিটির অন্য সদস্যরা হচ্ছেন সহ সভাপতি মো:সাইফুল ইসলাম (দৈনিক চেতনায় বাংলাদেশ) , যুগ্ম সাধারণ সম্পাদক নিজাম আলম(দৈনিক ঐশী বাংলা), সাংগঠনিক সম্পাদক আব্দুল্লা আল মামুন(দৈনিক ঢাকা প্রতিদিন) , দপ্তর সম্পাদক আশিকুল হক আপনান (দৈনিক সমতট বার্তা) ,প্রচার সম্পাদক ওয়ালিউর রহমান (দৈনিক মুক্তি সমাচার),কার্যকরী সদস্য খ.ম.জায়েদ হোসেন(দৈনিক জনতার খবর) তন্ময় আহম্মেদ (দৈনিক বায়ান্ন), ইমরান নাজির ভূইয়া (দৈনিক বাংলাদেশ সমাচার)।

নব নির্বাচিত সভাপতি রাকিব চৌধুরী বলেন, অতীতে দেখা গেছে কিছু কিছু সাংবাদিক ব্যাক্তিগত লোভ লালসা ও উচ্চকাঙ্খা চরিতার্থ করার জন্য অনেকে সাংবাদিকতার মতো মহান পেশাকে কলুষিত করেছে, আমরা এর প্রতিকুল পদযাত্রী। শতভাগ স্বচ্ছতা ও বিশুদ্ধতা নিয়ে এগিয়ে যাবে আমাদের সংগঠন।" সাধারণ সম্পাদক তোফাজ্জল মিয়া বলেন, ব্যাক্তি স্বার্থ নয় জনস্বার্থই আমার ও আমাদের সাংবাদিকতার উদ্দেশ্য, নিরপেক্ষ ও নির্ভুল দায়িত্ব পালনে আমরা এলাকাবাসীর সহযোগী চাই"।



