ব্রাহ্মণবাড়িয়া পানিতে ডুবে শিশুর মৃত্যু 

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পুকুরের পানিতে ডুবে চার বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে

ব্রাহ্মণবাড়িয়া পানিতে ডুবে শিশুর মৃত্যু 
সংগ্রহীত ছবি

সুজিত কুমার চক্রবর্তী স্টাফ রিপোর্টার ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পুকুরের পানিতে ডুবে চার বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার ১ অক্টোবর বিকেলে উপজেলার গোকর্ণ ইউনিয়নের সূচীউড়া গ্রামের সারোয়ার মিয়ার চার বছরের ছেলে আরাফাত ইসলাম পুকুরের পানিতে ডুবে মৃত্যুবরণ করেছে। 

পরিবার ও এলাকাবাসী জানায়, ১লা অক্টোবর বুধবার বিকেলে বাড়ির পাশে পুকুরপাড়ে খেলা করছিল আরাফাত। হঠাৎ তাকে না দেখে তার মা খোঁজাখুঁজি শুরু করেন। কিছুক্ষণ পর প্রতিবেশী শিশুটিকে পুকুরে ভাসতে দেখে চিৎকার দিলে আশপাশের লোকজন দ্রুত উদ্ধার করে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডা. মৌমিতা বসাক আরাফাতকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনার এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।