নাসিরনগরে নরহা ফেসবুক গ্রুপের উদ্যোগে ২ হাজার গাছের চারা বিতরণ

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়নের নরহা আমাদের গ্রাম ফেসবুক গ্রুপের উদ্যোগে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে

নাসিরনগরে নরহা ফেসবুক গ্রুপের উদ্যোগে ২ হাজার গাছের চারা বিতরণ

সুজিত কুমার চক্রবর্তী স্টাফ রিপোর্টার: ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়নের নরহা আমাদের গ্রাম ফেসবুক গ্রুপের উদ্যোগে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার ৯ অক্টোবর ২০২৫ পরিবেশ সংরক্ষণ ও সবুজ গ্রাম গঠনের লক্ষ্যে “নরহা আমাদেরগ্রাম” ফেসবুক গ্রুপের উদ্যোগে নরহা গ্রামে ব্যাপকভাবে বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৫ বাস্তবায়ন করা হয়েছে। স্বেচ্ছাসেবক দল বাড়ি বাড়ি গিয়ে ব্যক্তিপর্যায়ে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণের মাধ্যমে শুভ উদ্বোধন করেন। পাশাপাশি হরিপুর ইউনিয়নের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে পরিবেশবান্ধব ওষুধি, ফলজ ও ফুলের চারা তুলে দেয়া হয়। যাতে বিদ্যালয় প্রাঙ্গণ হয়ে ওঠে সবুজ, ছায়াময় ও প্রাণবন্ত। 

বিদ্যালয় পর্যায়ে শিক্ষার্থীদের মধ্যে নিম, অর্জুন ও সোনালু, জাম, কাঠাল, জাম্বুরা, অর্জুন, করই, জারুল, কৃষ্ণচূড়া গাছের বিতরণ করা হয়েছে।এই উদ্যোগের মূল লক্ষ্য হলো, গাছের প্রতি ভালোবাসা জাগিয়ে তোলা, পরিবেশ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধি করা। ভবিষ্যৎ প্রজন্মকে প্রকৃতিমুখী করে তোলা

এই মহৎ কার্যক্রমে আর্থিক সহায়তা প্রদান করেন,জাহিদুল ইসলাম জাহিদ (সৌদি আরব প্রবাসী), বাইজিদ আহমেদ (পর্তুগাল প্রবাসী), মোস্তাক আহমেদ (সৌদি আরব প্রবাসী), তানভীর আহমেদ (মালয়েশিয়া প্রবাসী), মোহাম্মদ আরমান (সৌদি আরব প্রবাসী), ফখরুল ইসলাম (কাতার প্রবাসী), মোহাম্মদ ফারুক (সৌদি আরব প্রবাসী), মোহাম্মদ রাইহান (বাহরাইন প্রবাসী) এবং মোঃ আরিফুর রহমান পিয়াস। তাছাড়াও পশ্চিম নরহা যুব কিশোর সংগঠন ও স্থানীয় যুব সমাজ শ্রম ও সহযোগিতার মাধ্যমে কর্মসূচি সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বৃক্ষ বিতরণের পাশাপাশি শিক্ষার্থীদের গাছ রোপণ, নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণ বিষয়ে সচেতন করা হয়। বিদ্যালয় কর্তৃপক্ষকে গাছের সুরক্ষা ও পর্যবেক্ষণে সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানানো হয়।আয়োজকরা জানান,আমরা চাই প্রতিটি বিদ্যালয় প্রাঙ্গণ সবুজে ঢাকা থাকুক। শিক্ষার্থীরা গাছ লাগানোকে ভালোবাসুক, গাছকে নিজের সন্তানের মতো যত্ন করুক।

এই কর্মসূচির মাধ্যমে শুধু গাছ নয়, রোপণ করা হয়েছে ভালোবাসা, সচেতনতা ও ভবিষ্যৎ প্রজন্মের প্রতি দায়িত্ববোধের বীজ।