ত্রয়োদশ সংসদ নির্বাচনে নাসিরনগরে ১২ জন মনোনয়ন দাখিল
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া ২৪৩-১ নাসিরনগর আসনে ১২ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন

সুজিত কুমার চক্রবর্তী স্টাফ রিপোর্টার:ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া (২৪৩)-১ নাসিরনগর আসনে ১২ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন ।
সোমবার (২৯ ডিসেম্বর) মনোনয়ন ফরম জমা দেয়ার শেষ দিনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রির্টানিং কর্মকর্তা শাহীনা নাছরিন এর কাছে মনোনয়নপত্র জমা দেয়া হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী এম. এ হান্নান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যাপক এ কে এম আমিনুল ইসলাম, খেলাফত মজলিস বাংলাদেশ মনোনীত প্রার্থী এস এম শহিদ উল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মাওলানা হোসাইন আহমেদ আজাদী, সতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহ-সভাপতি ও জেলা বারের সভাপতি এডভোকেট একেএম কামরুজ্জামান মামুন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইকবাল চৌধুরী, সৈয়দ নজরুল ইসলাম, এম এ হাবিবুর রহমান।
তাছাড়া ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক ও জেলা রির্টানিং কর্মকর্তার কার্যালয়ে সতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছে, বিএনপির চেয়ারপার্সনের সাবেক উপদেষ্টা ও সাবেক এমপি সৈয়দ এ কে একরামুজ্জামান সুখন, জাতীয় পার্টি প্রার্থী এডভোকেট মো: শাহ আলম ও ইসলামী ফ্রন্ট মনোনীত প্রার্থী মাওলানা ইসলাম উদ্দিন দুলাল, ইনসানিয়াত বিল্পব পার্টির ইঞ্জিনিয়ার শরিফ মৃধা।




