ব্রাহ্মণবাড়িয়ায় ৭ কোটি টাকার চোরাচালানি মালামাল আটক

ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলার আমতলী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়

ব্রাহ্মণবাড়িয়ায় ৭ কোটি টাকার চোরাচালানি মালামাল আটক

সুজিত কুমার চক্রবর্তী স্টাফ রিপোর্টার:ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলার আমতলী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সন্দেহজনক একটি পিকআপ চোরাচালানি মালামালসহ আটক করা হয়।

গতকাল শনিবার (১১ অক্টোবর) রাত সাড়ে ১০টায় সরাইল ব্যাটালিয়নের একটি বিশেষ টহলদল উপজেলার আমতলী এলাকায় অভিযান চালায়।

অভিযানে ৭,১১৮ পিস মোবাইল ফোনের ডিসপ্লে, ১৯৫ প্যাকেট পিঁয়াজের বীজ, ৮,৩১৬ পিস বিভিন্ন প্রকার ইনজেকশন এবং ০১টি পিকআপ আটক করা হয়। আটককৃত মালামালের সিজার মূল্য- ছয় কোটি আটান্ন লক্ষ উনপঞ্চাশ হাজার টাকা।

এ বিষয়ে ২৫ বিজিবি সরাইল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ জানান ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর ও হবিগঞ্জের মাধবপুর সীমান্ত দিয়ে যাতে কোনো ধরনের অবৈধ চোরাচালান ও মাদকদ্রব্য দেশে প্রবেশ করতে না পারে সে ব্যাপারে তারা দৃঢ়প্রতিজ্ঞ। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে বিজিবি।