ফুলপুরের রওশন হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ফুলপুর গ্রামের রওশন হত্যার প্রধান আসামী আলফাজ (৩২) গ্রেফতার করেছে নাসিরনগর থানা পুলিশ।

সুজিত কুমার চক্রবর্তী ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ফুলপুর গ্রামের রওশন হত্যার প্রধান আসামী আলফাজ (৩২) গ্রেফতার করেছে নাসিরনগর থানা পুলিশ।
ব্রাহ্মণবাড়িয়া জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব এহতেশামুল হক মহোদয়ের নির্দেশ সিনিয়র সহকারী পুলিশ সুপার সরাইল সার্কেল মহোদয়ের সার্বিক তত্ত্ববধানে এবং অফিসার ইনচার্জ নাসিরনগর থানা তদারকিতে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই(নিঃ)/শ্রী চম্পক চক্রবর্তী এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে ৩০ মার্চ নাসিরনগর ফুলপুর গ্রামের রওশন হত্যা মামলার অন্যতম আসামী ৩ নং কুন্ডা ইউনিয়নের ৮ নং ওয়ার্ড কাহেতুরা গ্রামের মৃত আঃ জাহির মিয়া ছেলে আলফাজ মিয়া(৩২) গ্রেফতার করে ব্রাহ্মণবাড়িয়াকে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়।
উল্লেখ্য ধৃত আসামীর বিরুদ্ধে ১ টি ডাকাতি ১ টি চুরি ১ মাদক, ১ টি হত্যা মামলা সহ মোট ৪ টি মামলা রয়েছে।