জুলাই শহীদদের স্মরণে নিয়ামতপুরে বৃক্ষরোপন

এক শহীদ, এক বৃক্ষ’ স্লোগানে জুলাই অভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগকে সম্মান জানিয়ে নওগাঁর নিয়ামতপুরে এক জন শহীদের নামে বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

জুলাই শহীদদের স্মরণে নিয়ামতপুরে বৃক্ষরোপন

তৈয়বুর রহমান নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধিঃএক শহীদ, এক বৃক্ষ’ স্লোগানে জুলাই অভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগকে সম্মান জানিয়ে নওগাঁর নিয়ামতপুরে এক জন শহীদের নামে বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ জুলাই) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে উপজেলা জামে মসজিদের উত্তর প্রান্তে গাছ রোপন করে এই কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ মুর্শিদা খাতুন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভারপ্রাপ্ত বন কর্মকর্তা দেবাশীষ দে, সুশীল সমাজের গন্যমান্য ব্যাক্তি, ছাত্র-ছাত্রী প্রমূখ।

ইউএনও মোছাঃ মুর্শিদা খাতুন বলেন, জুলাই অভ্যুত্থানে নিয়ামতপুরে একজন শহীদ হয়েছে। সারাদেশের ন্যায় শহীদের আত্মত্যাগকে সম্মান জানিয়ে দেশীয়, ফলদ, বনজ, ঔষধি ও শোভাবর্ধনকারী গাছ লাগানো হচ্ছে। প্রতিটি গাছের সঙ্গে আছে জুলাই শহীদদের স্মৃতিফলক। সেখানে শহীদদের পরিচয় দেওয়া রয়েছে। পাশাপাশি ফলকের সঙ্গে একটি কিউআর কোড রয়েছে। এটি স্ক্যান করলে নির্দিষ্ট শহীদের জুলাই অভ্যুত্থানে ভূমিকা উঠে আসবে।