বুড়িচংয়ে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা

মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার বুড়িচংয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুড়িচংয়ে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা

মোঃ আবদুল্লাহ বুড়িচং কুমিল্লা প্রতিনিধি:“মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার বুড়িচংয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তানভীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ফাবলিহা আনবার।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার প্রতিনিধি নুর মোহাম্মদ সুমন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবদুল মান্নান, বিআরডিবি কর্মকর্তা রাসেল সারওয়ার, প্রাণীসম্পদ কর্মকর্তা জনি পাল, উপজেলা সমবায় কর্মকর্তা মীর হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা জোহরা, উপজেলা তথ্যসেবা কর্মকর্তা খাদিজা আক্তার, বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, পরিবার পরিকল্পনা কর্মকর্তার প্রতিনিধি মোঃ জামাল হোসেন, ছাত্র প্রতিনিধি মোঃ সাব্বির, তারিকুল ইসলাম পিয়াস, জামিনুল ইসলাম তানিম, আরিফুল ইসলাম ও শাকিল আহমেদ।

এছাড়া শ্রমিক কল্যাণ ফেডারেশনের বুড়িচং উপজেলা সভাপতি মাওলানা জাকারিয়া খান, সিএনজি সমিতির সভাপতি মোঃ শহীদুল্লাহ, সহ-সভাপতি মোঃ শহিদুল ইসলাম এবং পীরযাত্রাপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আবদুল হক উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সমাপ্ত হয়।