দুমকিতে ছাত্রলীগ নেতা আটক-১
পটুয়াখালীর দুমকিতে বিএনপির অফিস ভাঙচুর মামলায় উপজেলা ছাত্রলীগ নেতা মো: ইমন হাওলাদার (২৫) কে আটক করেছে পুলিশ।

মোঃ সজিব সরদার পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ পটুয়াখালীর দুমকিতে বিএনপির অফিস ভাঙচুর মামলায় উপজেলা ছাত্রলীগ নেতা মো: ইমন হাওলাদার (২৫) কে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১১ফেব্রুয়ারী) দুপুর ১টায় উপজেলার তালতলী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটককৃত মোঃ ইমন হাওলাদার উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং দুমকি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মোঃ রফিকুল ইসলামের ছেলে।
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাকির হোসেন জানান, "অপারেশন ডেভিল হান্ট" এর আওতায় আটক করা হয়েছে এবং তাকে আদালতে সোপর্দ করা হবে।