অবলম্বনে নির্মিত চলচ্চিত্র‘কালো বিড়াল’-এর নওগাঁয় শুভ মহরত অনুষ্ঠিত

নওগাঁয় একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত চলচ্চিত্র ‘কালো বিড়াল’-এর শুভ মহরত অনুষ্ঠিত হয়েছে

অবলম্বনে নির্মিত চলচ্চিত্র‘কালো বিড়াল’-এর নওগাঁয় শুভ মহরত অনুষ্ঠিত

এ.বি.এস রতন নওগাঁ স্টাফ রিপোর্টার :নওগাঁয় একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত চলচ্চিত্র ‘কালো বিড়াল’-এর শুভ মহরত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারী) রাত ৮টায় স্থানীয় চলচ্চিত্রপ্রেমী ও সংস্কৃতিকর্মীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে এই মহরত অনুষ্ঠান সম্পন্ন হয়।

চলচ্চিত্রটি পরিচালনা করছেন সোহরাব হোসেন উল্লাস। ছবিটির প্রধান চরিত্রে অভিনয় করছেন আরফিন জিলানী, নিদ্রা দে নেহা। এছাড়াও অভিনয় করেছেন, মাকফুরুল হোসেন বিদ্যুৎ, মো: সাকলায়েন, মেহেদী হাসান অন্তর, জগদীশসহ আরও অনেকে। নির্মাতারা জানান, বাস্তব জীবনের একটি গুরুত্বপূর্ণ ঘটনার ওপর ভিত্তি করে গল্পটি নির্মিত হওয়ায় দর্শকদের জন্য এটি হবে ভিন্নধর্মী ও ভাবনাচিন্তায় উদ্দীপক একটি চলচ্চিত্র।

মহরত অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন, নওগাঁর মতো জেলা শহরে এ ধরনের চলচ্চিত্র নির্মাণ স্থানীয় শিল্প-সংস্কৃতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা আশা প্রকাশ করেন, ‘কালো বিড়াল’ চলচ্চিত্রটি মুক্তির পর দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলবে।

চলচ্চিত্রটির সার্বিক সহযোগিতায় রয়েছে আয়োজন রেস্টুরেন্ট অ্যান্ড কমিউনিটি সেন্টার, এবং নওগাঁ ফিল্ম সোসাইটি। আয়োজকরা জানান, ভবিষ্যতেও স্থানীয় প্রতিভা ও বাস্তবধর্মী গল্প নিয়ে চলচ্চিত্র নির্মাণে তাদের সহযোগিতা অব্যাহত থাকবে।