নওগাঁয় জামায়াতে ইসলামীর ৫ দফা আদায়ের বিক্ষোভ মিছিল
জুম্মার নামাজের পর নওগাঁর মুক্তির মোড় কেন্দ্রীয় মসজিদের সামনে বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলা শাখা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে

এবিএস রতন স্টফ রিপোর্টার : জুম্মার নামাজের পর নওগাঁর মুক্তির মোড় কেন্দ্রীয় মসজিদের সামনে বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলা শাখা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। তারা জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও নভেম্বর ২০২৫ সালের মধ্যে গণভোট আয়োজনসহ ৫ দফা গণদাবি আদায়ের দাবি জানায়।
জেলা জামায়াতে ইসলামী জেলার সভাপতি আ. স. ম সায়েম তার বক্তব্যে বলেন, “আমাদের দাবি হলো আগামী ফেব্রুয়ারিতে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে নির্বাচন আয়োজন করা। পাশাপাশি আগামী জাতীয় নির্বাচনে সংসদের উভয় কক্ষে প্রজাতন্ত্র পদ্ধতি (পিআর) চালু করতে হবে। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সকলের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে।
সমাবেশে আরও দাবি করা হয় যে, বর্তমান ফ্যাসিস্ট সরকারের সব জুলুম ও গণহত্যা, দুর্নীতির বিচার দৃশ্যমান করতে হবে। এছাড়া স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করারও আহ্বান জানান বক্তারা।
জেলা নেতারা সমাবেশে বলেন, “৫ দফা গণদাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। জনগণের স্বার্থে আমাদের এই দাবি অপরিহার্য।




