নওগাঁ জেলা সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের মতবিনিময় সভা
নওগাঁ জেলা সড়ক পরিবহন ফেডারেশনের মতবিনিময় সভা
এবিএস রতন স্টাফ রিপোর্টার নওগাঁ:নওগাঁ জেলা সড়ক পরিবহন ফেডারেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে, শহরের ফুড প্যালেস্ রেস্টুরেন্টে (১২ অক্টোবর) শনিবার সকাল ১১ টায় বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সহ-সভাপতি ও বগুড়া জেলা মোটর শ্রমিকের সভাপতি মো: আবদুল হামিদ মিঠুনের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক ও নওগাঁ জেলার দায়িত্ব প্রাপ্ত নেতা মো: যুবায়ের হোসেন জাকির।
এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন রবি, নওগাঁ জেলা সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন জেলা সভাপতি মো: আজাহারুল ইসলাম, সাধারণ সম্পাদক এস এম মতিউর জামান মতি, সাবেক সভাপতি মো: ওমর ফারুক, সাধারণ সম্পাদক মো: জাহাঙ্গীর আলম, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক ফারুক হোসেন সহ নওগাঁ জেলা সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের বর্তমান কমিটি ও সাবেক কমিটির ৬ জন করে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য,সভায় সিদ্ধান্ত অনুযায়ী আগামী মাসে ১ থেকে ১০ তারিখের মধ্যে জেলা কমিটি'র অডিট করে নতুন করে, নতুন করে সভা করে নওগাঁ জেলা সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নির্বাচনের দিন তারিখ নির্ধারণ করা হবে বলে জানান।