নিয়ামতপুর উপজেলা বিএনপির সভাপতির দায়িত্ব পেলেন ইসাহাক আলী সরকার

নওগাঁর নিয়ামতপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে মোঃ ইসাহাক আলী সরকারকে দায়িত্ব প্রদান করা হয়েছে

নিয়ামতপুর উপজেলা বিএনপির সভাপতির দায়িত্ব পেলেন ইসাহাক আলী সরকার

তৈয়বুর বহমান নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধিঃনওগাঁর নিয়ামতপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে মোঃ ইসাহাক আলী সরকারকে দায়িত্ব প্রদান করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপনের স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে এ দায়িত্ব প্রদান করা হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, 'দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ইতিপূর্বে নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলা বিএনপির সভাপতি ডাঃ মোঃ ছালেক চৌধুরীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখা এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির নওগাঁ জেলা শাখার সিদ্ধান্ত মোতাবেক, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিয়ামতপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে মোঃ ইসাহাক আলী সরকারকে দায়িত্ব প্রদান করা হলো।

তিনি দলীয় নীতি, আদর্শ ও গঠনতন্ত্র অনুসরণ করে দায়িত্ব পালন করবেন বলে আশা করা যাচ্ছে। সংশ্লিষ্ট সকল পর্যায়ের নেতাকর্মীদের তাঁকে সর্বাত্মক সহযোগিতা প্রদানের জন্য নির্দেশ প্রদান করা হলো। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

জানতে চাইলে ইসাহাক আলী সরকার বলেন, 'আমাকে নিয়ামতপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব প্রদান করার জন্য দলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আমি সবাইকে নিয়ে দলীয় নিয়ম শৃঙ্খলা মেনে সংগঠন পরিচালনা করবো। সকলের সুচিন্তিত মতামত ও পরামর্শে উপজেলা বিএনপিকে আরো শক্তিশালী ও সুসংগঠিত করা হবে ।' দলের মনোনীত প্রার্থীকে বিজয়ী করার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য দলের সব নেতাকর্মীদের প্রতি আহবান জানান তিনি। 

প্রসঙ্গত, ডাঃ মোঃ ছালেক চৌধুরী দলের সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন। দলীয় সিদ্ধান্ত অমান্য করায় গত ৪ জানুয়ারি সন্ধ্যায় দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়।