‎ব্রাহ্মণপাড়ায় বাড়ির ছাদে শুকানো হচ্ছিল ১০০ কেজি গাঁজা

কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানা পুলিশ উপজেলার শশীদল ইউনিয়নের ৬নং ওয়ার্ড ইউপি সদস্য নুরুল ইসলাম এর বাড়ির ছাদ ও বাঁশঝাড়ের ভেতর থেকে গাঁজাসহ একজনকে আটক করেছে।

‎ব্রাহ্মণপাড়ায় বাড়ির ছাদে শুকানো হচ্ছিল ১০০ কেজি গাঁজা

মোঃ আবদুল্লাহ বুড়িচং কুমিল্লা প্রতিনিধি:কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানা পুলিশ উপজেলার শশীদল ইউনিয়নের ৬নং ওয়ার্ড ইউপি সদস্য নুরুল ইসলাম এর বাড়ির ছাদ ও বাঁশঝাড়ের ভেতর থেকে ১শত কেজি গাঁজাসহ একজনকে আটক করেছে।

সোমবার (২০ অক্টোবর) সকালে থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম এর নের্তৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। এসময় পুলিশ পরিদর্শক (তদন্ত) টমাস বড়ুয়া, উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান জুয়েল, উপপরিদর্শক (এসআই) মো. আব্দুস সবুর, সহকারি উপপরিদর্শক (এএসআই) শামসুদ্দিন ও কামরুজ্জামানসহ সঙ্গীয় ফোর্স অভিযানে সহযোগিতা করেন।

থানা সূত্রে জানা যায়, থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম এর নের্তৃত্বে সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শশীদল ইউনিয়নের উত্তরপাড়া এলাকার ইউপি সদস্য মো. নুরুল ইসলামের বাড়ির ছাদে শুকানো অবস্থায় পলিথিনে ৬০ কেজি ও বাঁশঝাড়ের ভেতর ৪০ কেজি গাঁজাসহ তার সহযোগী একই এলাকার মৃত আব্দুল হাকিম এর ছেলে মোঃ কাউছার (৩০) আটক করে থানায় নিয়ে আসে। এ বিষয়ে থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।

থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম বলেন, ব্রাহ্মণপাড়া থানা পুলিশের এটি একটি বড় সাফল্যে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষনা করা হয়েছে। মাদকের বিরুদ্ধে কোন আপোষ নেই। থানা পুলিশ মাদকের বিরুদ্ধে সার্বক্ষনিক অভিযান পরিচালনা করছে। আটককৃত আসামীকে কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।