কুমিল্লায় ছেলের সঙ্গে অভিমান করে পিতার আত্মহত্যা

কুমিল্লার চান্দিনায় ছেলের সঙ্গে অভিমান করে এক পিতা বিষপানে আত্মহত্যা করেছেন। ওই পিতার নাম দুধু মিয়া

কুমিল্লায় ছেলের সঙ্গে অভিমান করে পিতার আত্মহত্যা

কুমিল্লা প্রতিনিধি:কুমিল্লার চান্দিনায় ছেলের সঙ্গে অভিমান করে এক পিতা বিষপানে আত্মহত্যা করেছেন। ওই পিতার নাম দুধু মিয়া(৭৫)। তিনি উপজেলার সুহিলপুর ইউনিয়নের সুহিলপুর মধ্যপাড়া গ্রামের মৃত কেরামত আলীর ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, কয়েক দিন ধরে তিনি অসুস্থ,৫ ছেলে থাকলেও খাবার, চিকিৎসার খরচ দিচ্ছে না কেও। একমাত্র স্ত্রী মানুষের কাছে সাহায্য চেয়ে স্বামীর চিকিৎসা ও খাবার যোগাড় করতেন। সবশেষে বৃহস্পতিবর সকালে বড় ছেলে সঙ্গে তার বাবার ঝগড়া হয়। একপর্যায়ে পুত্র জাকির তার বাবার ওপর চড়াও হয়। ছেলের এমন আচরণ ও ব্যবহার দেখে ঘৃণায় অভিমান করে তার রুমের দরজা বন্ধ করে

কেড়ীর বড়ি (কীটনাশক জাতীয় বিষ) খেয়ে ফেলে। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে দাউদকান্দি রায়পুরে বিষের চিকিৎসা ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পর কতর্ব্যরত চিকিৎসক দুধু মিয়ার অবস্থার অবনতি দেখে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য বলে। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে নিমসার বাজার এলাকায় পোনে ৫টায় দুধু মিয়া মৃত্যুবরণ করে।

চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) জাবেদ উল ইসলাম বলেন,খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে দুধু মিয়ার বাড়িতে। ময়না তদন্তের জন্য লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।