ভোটে কারচুপির সুযোগ দেওয়া হবে না-পররাষ্ট্র উপদেষ্টা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো ধরনের কারচুপির সুযোগ দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন

ভোটে কারচুপির সুযোগ দেওয়া হবে না-পররাষ্ট্র উপদেষ্টা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো ধরনের কারচুপির সুযোগ দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেন, ‘বর্তমান সরকার একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে বদ্ধপরিকর।

গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে বরগুনা জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময়সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সরকারের সামনে তিনটি বড় চ্যালেঞ্জ রয়েছে।

প্রথমত-ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করা, দ্বিতীয়ত-ভোট সঠিকভাবে গণনা করা এবং তৃতীয়ত- প্রকৃত বিজয়ী প্রার্থীকে বিজয়ী হিসেবে ঘোষণা করা।

গণভোট প্রসঙ্গে তিনি বলেন, ‘এ বিষয়ে সরকারের অবস্থান পরিষ্কার। সরকার ‘হ্যাঁ’ ভোট দিতে জনগণকে উৎসাহিত করবে, তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে জনগণই। আগামীর নির্বাচনে কোনো ধরনের অনিয়ম বা কারচুপি বরদাস্ত করা হবে না।

গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনে গণমাধ্যমের অগ্রণী ভূমিকার কথা তুলে ধরে তৌহিদ হোসেন বলেন, ‘জনগণকে ভোটকেন্দ্রে যেতে উদ্বুদ্ধ করতে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

এসময় নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনাদের ব্যক্তিগত মত বা পছন্দ থাকতে পারে, তবে তা যেন কোনোভাবেই ভোটের মাঠে প্রভাব না ফেলে-সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।সূত্র_কালের কন্ঠ