নির্বাচনে প্রচারণার দিকে গুরুত্ব দেওয়ার আহ্বান কমনওয়েলথের
নির্বাচন ব্যবস্থার প্রতি আস্থা ফেরাতে প্রচার-প্রচারণার দিকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন কমনওয়েলথের মহাসচিব শার্লি আয়োরকর বচওয়েক।
নির্বাচন ব্যবস্থার প্রতি আস্থা ফেরাতে প্রচার-প্রচারণার দিকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন কমনওয়েলথের মহাসচিব শার্লি আয়োরকর বচওয়েক। আজ রবিবার রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠকে তিনি এই আহ্বান জানান। বৈঠক শেষে এ কথা জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

আখতার আহমেদ বলেন, কমনওয়েলথের মহাসচিব শার্লি আয়োরকর বচওয়েক মাননীয় প্রধান নির্বাচন কমিশনার স্যারের সাথে দেখা করেছেন।
উনি আমাদের প্রস্তুতি, অগ্রগতি এবং বিষয়গুলো সম্পর্কে জানতে চেয়েছেন। সেগুলো সম্পর্কে তাদের ধারণা দেওয়া হয়েছে।
সচিব বলেন, আমাদেরকে মিসইনফরমেশন, ডিসইনফরমেশন, ফেক নিউজ নিয়ে তাদের অভিজ্ঞতা শেয়ার করে এ সমস্ত ব্যাপারে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন কমনওয়েলথ মহাসচিব। আমরা বলেছি আমাদের প্রস্তুতি আছে।
এবং আমরা প্রতিনিয়ত গণমাধ্যমের মাধ্যমে তথ্য সবাইকে জানাচ্ছি। পর্যায়ক্রমে আমরা এটাকে স্কেল আপ করব— সেটাও জানিয়েছি।
ইসি সচিব জানান, কমনওয়েলথ মহাসচিব বলেছেন— ট্রাস্ট ইন ইলেকশন সিস্টেম ইজ ভেরি ইম্পরট্যান্ট (নির্বাচন ব্যবস্থার প্রতি আস্থা খুবই গুরুত্বপূর্ণ) এটার জন্য প্রচার প্রচারণাটা খুব জরুরি। আমরাও বলেছি যে হ্যাঁ, আমাদের দিক থেকে প্রচার প্রচারণা আছে এবং রাজনৈতিক দলগুলো এ ব্যাপারে আমাদের সহযোগিতা করবেন বলে আমরা বিশ্বাস করি।

তিনি বলেন, প্রবাসী অবজারভার যারা আছেন বিদেশ থেকে আসবেন— তাদের আমরা স্বাগত জানাচ্ছি বলে জানিয়েছি। আমরা আশা করছি এবারের যে ফ্রি, ফেয়ার, ক্রেডিবল, পার্টিসিপেটরি ইলেকশন যেটা হচ্ছে সেটা সম্পর্কে আমরা একটা ভালো রেজাল্ট পাব। এ সময় কমনওয়েলথ সেক্রেটারি জেনারেল স্পেসিফিক করে আমাদেরকে বলেছেন যে তার সদস্য দেশের সংখ্যা ৫৬। আমরা যদি কোন সহযোগিতা চাই সেটা তারা করতে প্রস্তুত আছেন। ইউকে আমাদেরকে সহযোগিতা করছে শুনে উনি খুশি হয়েছেন।
ইসি সচিব বলেন, আমাদের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কেও জানতে চেয়েছিলেন। আমরা বলেছি, আমরা সারা দেশকে রেড, ইয়েলো এবং গ্রিন এই তিনটা জোনে ভাগ করছি এবং সে অনুযায়ী পরিস্থিতি সামাল দিব।
চাঁপাই প্রেস/সূত্র_কালের কন্ঠ



