শহিদুল আলমকে ফিরিয়ে আনতে সরকারের হস্তক্ষেপ চাইলেন মির্জা ফখরুল

গাজায় মানবিক সহায়তা নিয়ে যাওয়া ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের জাহাজ ‘কনশানস’সহ ইসরায়েলি বাহিনীর অপহরণের শিকার দেশের খ্যাতিমান আলোকচিত্রী ও লেখক ড. শহিদুল আলমকে ফিরিয়ে আনতে সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শহিদুল আলমকে ফিরিয়ে আনতে সরকারের হস্তক্ষেপ চাইলেন মির্জা ফখরুল
সংগ্রহীত ছবি

গাজায় মানবিক সহায়তা নিয়ে যাওয়া ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের জাহাজ ‘কনশানস’সহ ইসরায়েলি বাহিনীর অপহরণের শিকার দেশের খ্যাতিমান আলোকচিত্রী ও লেখক ড. শহিদুল আলমকে ফিরিয়ে আনতে সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (৮ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় ড. শহিদুল আলমের মুক্তির দাবিতে নিজের ফেসবুকে পোষ্ট করেছেন বিএনপির মহাসচিব।

পোষ্টে মির্জা ফখরুল লিখেছেন, ‘শহীদুল আলমকে মুক্ত করুন। আমি সরকারকে তার নিরাপদে বাংলাদেশে প্রত্যাবর্তন নিশ্চিত করার জন্য অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি।

এরআগে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের জাহাজে থাকা শহিদুল আলমকে অপহরণ করে ইসরায়েলি বাহিনী। অপহরণের আগে নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় এই তথ্য নিশ্চিত করেছেন শহিদুল আলম।

বুধবার ভিডিও বার্তায় শহিদুল আলম বলেন, আমি শহিদুল আলম, বাংলাদেশের একজন আলোকচিত্রী ও লেখক। আপনি যদি এই ভিডিওটি দেখেন, তাহলে বুঝবেন আমরা সমুদ্রে আটক হয়েছি এবং আমাকে অপহরণ করেছে ইসরায়েলের দখলদার বাহিনী—যে দেশটি যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা শক্তির সক্রিয় সহযোগিতায় গাজায় গণহত্যা চালাচ্ছে। আমি আমার সকল সহযোদ্ধা ও বন্ধুদের ফিলিস্তিনের স্বাধীনতার জন্য লড়াই চালিয়ে যেতে বলছি।

ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের জাহাজ ‘কনশানস’ গাজায় মানবিক সহায়তা পৌঁছে দিতে ভূমধ্যসাগরে যাত্রা শুরু করেছিল। আন্তর্জাতিক এই উদ্যোগের লক্ষ্য ছিল ইসরায়েলি অবরোধ ভেঙে ফিলিস্তিনি জনগণের কাছে খাদ্য, ওষুধসহ জরুরি সহায়তা পৌঁছে দেওয়া। সংগঠনের দাবি, আন্তর্জাতিক জলসীমায় থাকা অবস্থায় ইসরায়েলি বাহিনী জাহাজটি ঘিরে ফেলে এবং যাত্রীদের জোরপূর্বক আটক করে। এর মধ্যে রয়েছেন বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী ড. শহিদুল আলমও।

চাঁপাই প্রেস/সূত্র_চ্যানেল আই অনলাইন