‎বানিয়াচংয়ে হাওর থেকে নিখোঁজের ছয় দিন পর ব্যক্তির লাশ উদ্ধার

হবিগঞ্জের বানিয়াচং কালাডোবা হাওরের পানিতে ভেসে থাকা অবস্থায় নিখোঁজের ছয় দিন পর রঙ্গিলা মিয়া (৫৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

‎বানিয়াচংয়ে হাওর থেকে নিখোঁজের ছয় দিন পর ব্যক্তির লাশ উদ্ধার

স্বপন রবি দাশ হবিগঞ্জ প্রতিনিধি:হবিগঞ্জের বানিয়াচং কালাডোবা হাওরের পানিতে ভেসে থাকা অবস্থায় নিখোঁজের ছয় দিন পর রঙ্গিলা মিয়া (৫৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

‎শনিবার (১৯ জুলাই) দুপুরে বানিয়াচং উপজেলার সুবিদপুর ইউনিয়নের কালাডোবা নামকস্থানে একটি হাওরে স্থানীয়রা লাশটি ভেসে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে বানিয়াচং থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

‎নিহত রঙ্গিলা মিয়া হবিগঞ্জ সদর উপজেলার উমেদনগর ইউনিয়নের মধ্যহাটি গ্রামের বাসিন্দা। তিনি পেশায় হাওরে পাহারাদার হিসেবে কাজ করতেন।

‎জানা গেছে, গত ১৪ জুলাই রাত ১২টার দিকে বানিয়াচংয়ের সুবিদপুর ইউনিয়নের আতকুড়া এলাকা থেকে তিনি নিখোঁজ হন। পরদিন তাঁর ছেলে মো. ওয়াহিদ মিয়া বানিয়াচং থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

‎এ বিষয়ে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তাফা জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।