ঠাকুরগাঁও মাদকসহ ৩ আসামীকে গ্রেফতার করেছে বিজিবি
বিজিবির অভিযানে ৩জন মাদক ব্যবসায়ীকে ৭পিস ইয়াবা ৪শ’ পিস নিষিদ্ধ ডেক্সা মেথাসন ট্যাবলেট, দুইটি মোটরসাইকেল ও আটক করেছে।

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও ৫০ বিজিবি’র একটি টহল দল ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বেউরঝারী সীমান্তের মেইন পিলার ৩৮১হতে ২ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে উদয়পুর মাহাতবস্তি নামক স্থানে এক অভিযান পরিচালনা করে ৩জন মাদক ব্যবসায়ীকে ৭পিস ইয়াবা ৪শ’ পিস নিষিদ্ধ ডেক্সা মেথাসন ট্যাবলেট, দুইটি মোটরসাইকেল ও আটক করেছে।
আজ বুধবার ভোর রাতে গোয়েন্দার গোপন তথ্যের ভিত্তিতে তাদের আটক করা হয়। আটকৃতরা হলো, বালিয়াডাঙ্গী হরিণমারি এলাকার নুর মোহম্মদের ছেলে রেজাউল করিম, একই গ্রামের আব্দুল মজিদের ছেলে আলী হোসেন, এবং মৃত সাবের আলীর ছেলে মোঃ হাকিম।
এ ব্যাপারটি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও ৫০ বিজিবি সিও লেফটেন্যান্ট কর্নেল তানজির আহমেদ। আটককৃত আসামি ও জব্দকৃত মাদকদ্রব্য ও মোটর সাইকেল বালিয়াডাঙ্গী থানায় হস্তান্তর করা হয়।




