পলাশবাড়ীতে স্ত্রীকে তালাক দিয়ে ৪০ কেজি দুধ দিয়ে গোসল করলেন লিটন
পলাশবাড়ী উপজেলার পবনাপুর ইউনিয়নের লিটন ফারাজি নামের এক যুবক ২৫ বছর পূর্বে ইসলামী শরিয়ত মোতাবেক বিবাহ করেছিলেন স্থানীয় এক তরুণীকে

আশরাফুজ্জামান সরকার, গাইবান্ধা প্রতিনিধিঃ- পলাশবাড়ী উপজেলার পবনাপুর ইউনিয়নের লিটন ফারাজি নামের এক যুবক ২৫ বছর পূর্বে ইসলামী শরিয়ত মোতাবেক বিবাহ করেছিলেন স্থানীয় এক তরুণীকে। গত তিন মাস আগে পারিবারিক দ্বন্দ্ব কলহ আর বিশ্বাস সংকটের কারণে সম্প্রতি তার স্ত্রী এক তরফা তালাক দিয়েছেন লিটন ফারাজিকে।
দীর্ঘ তিন মাস স্ত্রীকে পরিবারে ফিরে আনার আপ্রাণ চেষ্টা করার পরও স্ত্রীকে সংসারে ফেরাতে পারেনি স্বামী লিটন। ক্ষোভ আক্ষেপ প্রকাশ করে সোমবার দুপুরে নিজ বাড়ীতে স্ত্রীকে তালাক দিয়ে ৪০ কেজি দুধ দিয়ে জনসম্মুখে গোসল করেন লিটন।
ঘটনাটি ঘটেছে পলাশবাড়ী উপজেলার ৭নং পবনাপুর ইউনিয়নের বরকতপুর গ্রামের ফারাজি পাড়ায়। লিটন ফারাজি একই ইউনিয়নের পূর্ব গোপিনাথপুর গ্রামের মৃত আবু হোসেন এর কন্যা লাভলী বেগমকে বিয়ে করেছিলেন।
স্থানীয়রা জানান, দাম্পত্য জীবনে তাদের পরিবারে দুই ছেলে এক মেয়ে আছে । তাদের দাম্পত্য জীবনে দ্বন্দ্ব লেগেই থাকত। সেই দ্বন্দ্ব থেকেই দীর্ঘদিন পরে হলেও বিবাহ বিচ্ছেদের মত ঘটনা ঘটে।
এ নিয়ে এলাকায় চলছে আলোচনা ও সমালোচনার ঝড়। বিবাহ বিচ্ছেদের পর ছেলেকে 'পবিত্র’ করার উদ্দেশ্যে ফারাজির পরিবার প্রকাশ্যে দুধ দিয়ে গোসল করিয়েছেন।
এলাকাবাসীর সামনে ৪০ কেজি গরুর খাঁটি দুধ ঢেলে গোসল করানোর এই ঘটনা দ্রুতই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
এ বিষয়ে লিটন ফারাজি বলেন, আমার বিশ্বাস এই কাজের মাধ্যমে আমি অতীতের সব কিছু ভুলে নতুন উদ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবো ইনশাআল্লাহ।
এবিষয়ে সংশ্লিষ্ট ইউপি সদস্য জিয়াউর রহমান জিয়া বলেন, বিষয়টি আমি শুনেছি ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও দেখেছি।