শিবগঞ্জে সামাজিক সুরক্ষার আওতাধীন সুবিধাভোগী ব্যাক্তিদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
ছত্রাজিতপুর ও উজিরপুর ইউনিয়নের সামাজিক সুরক্ষার আওতাধীন সুবিধাভোগী ব্যাক্তিদের নিয়ে মতবিনিময় সভা
চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর ও উজিরপুর ইউনিয়নের সামাজিক সুরক্ষার আওতাধীন সুবিধাভোগী ব্যাক্তিদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ১১ নভেম্বর বিকাল ৩ টায় শিবগঞ্জ উপজেলার মাঠে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ শিউলি বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংসদ সদস্য ডাক্তার সামিল উদ্দিন আহমেদ শিমুল। তিনি বলেন, গ্রামীন জনগণের জীবনমান উন্নয়নে দেশের বাজেট বরাদ্দের বড় একটি অংশ বিভিন্ন ভাতা হিসেবে নিম্ন আয়ের মানুষদের মাঝে প্রদান করা হচ্ছে। উন্নয়নের রূপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবাইকে সাথে নিয়ে একটি উন্নত রাষ্ট্র গড়তে চান।
আজ বর্তমান সরকারের উন্নয়নের ফলে নতুন শিক্ষা প্রতিষ্ঠান তৈরি ও পুরাতন প্রতিষ্ঠানের উন্নয়ন, নতুন রাস্তা-ঘাট তৈরিসহ আধুনিক সুযোগ সুবিধার প্রায় সবই এখন পাওয়া যাচ্ছে। প্রধানমন্ত্রীর সবচেয়ে বড় উপহার হচ্ছে অসহায়, দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের জন্য বিভিন্ন ধরনের ভাতার ব্যবস্থাকরণ।
এসময় আরো উপস্থিত ছিলেন, মো: গোলাম কিবরিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, উপজেলা পরিষদ শিবগঞ্জ, তৌহিদুল ইসলাম টিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক, মো: আব্দুল কাদের, সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ, ধাইনগর ইউনিয়ন শাখা, এ কে এম. আজমল হক বাদশা, সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ, দাইপুখুরিয়া ইউনিয়ন শাখা মো: রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ, মোবারকপুর ইউনিয়ন শাখা মো: রেজাউল করিম, সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ, কানসাট ইউনিয়ন শাখা, মহা: জামিল উদ্দিন, সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ, বিনোদপুর ইউনিয়ন শাখা, মো: আলমগীর রেজা, চেয়ারম্যান, ০৩ নং দাইপুখুরিয়া ইউনিয়ন পরিষদ, মোহা: মামুন অর রশিদ, সাধারণ সম্পাদক, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা, মো: শামিম রেজা, সাবেক সহ-সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগ, চাঁপাইনবাবগঞ্জ, মো: আজিজুল ইসলাম, প্যানেল মেয়র, শিবগঞ্জ পৌরসভা, চাঁপাইনবাবগঞ্জ, বজলুর রশিদ (সোনু), সাবেক উপজেলা কমান্ডার, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, মো: তোরিকুল আমল, সহকারি কমান্ডার সাংগাঠনিক (সাবেক), বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, জেলা ইউনিট, চাঁপাইনবাবগঞ্জ, আব্দুল মান্নান, ডিপুটি কমান্ডার (সাবেক), বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, জেলা ইউনিট, চাঁপাইনবাবগঞ্জ, মোহা: তোহিদুল আলম টিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ, শিবগঞ্জ উপজেলা শাখা, মোহা: সাইফুল ইসলাম, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ, শিবগঞ্জ উপজেলা শাখাসহ আওয়ামী লীগ দলীয় নেতা কর্মীরা।