নিখোঁজ হওয়ার যুবক ঢাকা থেকে উদ্ধার
আত্মগোপনে থাকা যুবক মোবারকপুর ইউনিয়নের মতি বাজার গ্রামের বাসির উদ্দিন এর ছেলে সজিব বাবু
চাঁপাইবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের মতি বাজার থেকে গত ৪ নভেম্বর ২২ বছর বয়সের এক যুবক নিখোঁজ হয়। নিখোঁজ যুবক তার পরিবারের উপর অভিমান করে কাউকে কিছু না বলে ঢাকা দক্ষিনখান থানা এলাকায় আত্মগোপনে থেকে রাজমিস্ত্রির কাজ করছিল। বিষয়টি তার পরিবারের লোকজনকে জানালে ডিবি পুলিশের তথ্য অনুযায়ী তার পরিবারের লোকজন শুক্রবার (১০ নভেম্বর) ঢাকা দক্ষিণখান থানা এলাকা থেকে তাকে উদ্ধার করে।
জানা যায়, আত্মগোপনে থাকা যুবক মোবারকপুর ইউনিয়নের মতি বাজার গ্রামের বাসির উদ্দিন এর ছেলে সজিব বাবু (২২) বাড়িতে কাউকে না বলে বাড়ি থেকে বেরিয়ে যায়। ৪ নভেম্বর রাত ১২ টা থেকে মোবাইলে আর কল দিলে মোবাইল ফোনটি বন্ধ দেখায়। আত্মীয়-স্বজনদের বাড়ি অনেক খোঁজাখুঁজি করে না পাওয়া গেলে শিবগঞ্জ থানায় একটি নিখোজ ডায়েরি করে পরিবার। বিভিন্ন গণমাধ্যমে প্রচার হলে নজরে আসে জেলা গোয়েন্দা পুলিশের চৌকষ অফিসার এসআই আসগর আলী তথ্য প্রযুক্তির সহায়তায় নিখোঁজ ব্যক্তি সজিব ওরয়ে বাবু এর প্রাথমিক অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়।
নিখোঁজ সজীব বাবুর স্ত্রী সাদেকা খাতুন জানান, আমার স্বামী কাউকে কিছু না বলে ঢাকায় আত্মগোপনে থকে রাজমিস্ত্রির কাজ করতেছিল। আমরা অনেক চিন্তিত হয়ে পরেছিমাল কিন্তু পুলিশের সহযোগিতায় আজ ফিরে পেয়েছি। আমরা অনেক খুশি হয়েছি।
শিবগঞ্জ থানায় নিখোঁজ জিডি করার পর শিবগঞ্জ থানা পুলিশ ও চাঁপাইনবাবগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের সহায়তায় গোয়েন্দা শাখা চাঁপাইনবাবগঞ্জ ডিবি পুলিশের চৌকষ অফিসার এসআই আসগর আলীর তথ্য প্রযুক্তির সহায়তায় নিখোঁজ ব্যক্তি সজিব ওরফে বাবু এর প্রাথমিক অবস্থান সম্পর্কে নিশ্চিত হন। শুক্রবার পরিবারের লোকজনের সাথে বাসায় ফিরছেন তিনি।