শিবগঞ্জে জামায়াতের ৪ নেতাকর্মী আটক
শিবগঞ্জে জামায়াতের ৪ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ শিবগঞ্জ থানা পুলিশ বলছেন তাদের সন্দেহজনক ভাবে আটক করা হয়েছে
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জামায়াতের ৪ নেতাকর্মীকে আটক করেছে শিবগঞ্জ থানা পুলিশ। গত সোমবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওই ৪ নেতাকর্মীকে আটক করা হয়। তবে, শিবগঞ্জ থানা পুলিশ বলছেন তাদের সন্দেহজনক ভাবে আটক করা হয়েছে।
আটককৃত জামায়াতের নেতাকর্মীরা হচ্ছেন, ধাইনগর ইউনিয়ন জামায়াতের আমীর সেতাউর রহমান, কানসাট ইউনিয়নের ৯ নং ওয়ার্ড সদস্য ও ইউনিয়ন জামায়াতের সদস্য বাবুল হোসেন, কানসাট ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সাবেক সদস্য ও জামায়াত সমর্থক মোঃ কাওসার আলী ও জামায়াত সমর্থক আলহাজ্ব মোঃ শফিকুল ইসলাম।
নাম প্রকাশ্যের অনিচ্ছুক উপজেলা শাখা জামায়াতের এক দায়িত্বশীল নেতা ওই ৪ জন আটকের বিষয়ে নিশ্চিত করেছেন।
এব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ চৌধুরী জোবায়ের আহাম্মদ বলেন, সন্দেহজনকভাবে জামায়াতের ৪জন নেতাকর্মীকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদের শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।