আওয়ামী লীগ সচল থাকবে নাকি নিষিদ্ধ হবে,সেই সিদ্ধান্ত সরকারের-রিজভী
আওয়ামী লীগের রাজনীতি সচল থাকবে নাকি নিষিদ্ধ হবে— সেই সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের ওপরই নির্ভর করবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী

আওয়ামী লীগের রাজনীতি সচল থাকবে নাকি নিষিদ্ধ হবে— সেই সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের ওপরই নির্ভর করবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, “আওয়ামী লীগ সচল থাকবে নাকি নিষিদ্ধ হবে, সেই সিদ্ধান্ত সরকার নেবে। তবে অপরাধীদের বিচার অবশ্যই হতে হবে।
গণভোট প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, “নভেম্বরে গণভোট চাওয়া ‘মামাবাড়ির আবদার’। জাতীয় সংসদ নির্বাচনের দিনেই গণভোট অনুষ্ঠিত হলে সময় ও অর্থ দুটোই সাশ্রয় হবে।
দলীয় নেতাকর্মীদের প্রতি তিনি যেকোনো উসকানিতে উত্তেজিত না হওয়ার আহ্বান জানান। জামায়াতের প্রতি ইঙ্গিত করে রিজভী বলেন, “‘সব পেয়ে গেছি’–এমনটা ভাবলে তা আত্মঘাতী সিদ্ধান্ত হবে।
শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রসংসদ নির্বাচনে জয়লাভ করলেই জাতীয় নির্বাচনে জেতা যাবে—এমন ধারণাকেও তিনি ভুল হিসেবে উল্লেখ করেন।
উল্লেখ্য, সম্প্রতি আওয়ামী লীগের কার্যক্রমের ওপর বিদ্যমান নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং বাংলাদেশে মানবাধিকার রক্ষায় সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিতে ছয়টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে চিঠি দিয়েছে। ওই চিঠিটি রোববার (১৯ অক্টোবর) যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)-এর ওয়েবসাইটে প্রকাশিত হয়।
চাঁপাই প্রেস/সূত্র_সারাবাংলা