বুড়িচংয়ে শিক্ষার্থীদের দেয়া হচ্ছে টাইফয়েডের টিকা
বাংলাদেশে টাইফয়েড রোধে সারা দেশে টাইফয়েড এর টিকা প্রয়োগের সিদ্ধান্ত নেয় সরকার এরই ধারাবাহিকতায়

মোঃ আবদুল্লাহ বুড়িচং প্রতিনিধি: বাংলাদেশে টাইফয়েড রোধে সারা দেশে টাইফয়েড এর টিকা প্রয়োগের সিদ্ধান্ত নেয় সরকার এরই ধারাবাহিকতায়
কুমিল্লার বুড়িচং উপজেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই টিকা প্রদান করছে সরকার অদ্য ২১ অক্টোবর ২৫ ইং উপজেলার বিভিন্ন ইউনিয়ন এর শিক্ষা প্রতিষ্ঠানে সকাল থেকে টিকা দান কার্যক্রম শুরু করা হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মালেকুল আফতাব ভূইয়া বলেন, টিকা প্রদান কার্যক্রম চলাকালে শিক্ষার্থীদের মাঝে স্বতঃস্ফূর্ত আনন্দ লক্ষ্য করা গেছে।
এই টাইফয়েড টিকা প্রদান অবশ্যই সরকারের একটি প্রশংসনীয় উদ্যোগ। আমরা দেখেছি প্রতি বছর বাংলাদেশে পাঁচ লক্ষ টাইফয়েডে জ্বরে আক্রান্ত হয়ে প্রায় আট হাজার মৃত্যু বরণ করে যার মধ্যে ৬৮% শিশু।
গবেষকদের মতে টিকা প্রয়োগের ফলে বহুলাংশে কমে আসবে এই সমস্যাটি।
বুড়িচং উপজেলায় এখন পর্যন্ত কোন সমস্যা আমার চোখে পারেনি । কোন দুর্ঘটনার খবর এখন পর্যন্ত আমি পাইনি আমি আশা করি এই টিকা প্রয়োগে বাচ্চাদের কোন সমস্যা হবে না এবং টাইফয়েডের কারণে শিশু মৃত্যুর হার কমবে ।