বুড়িচংয়ে ভূমিকম্পে ঘরবাড়িতে ফাটল-আতঙ্কে এলাকাবাসী

বাংলাদেশসহ দেশের বিভিন্ন অঞ্চলে অনুভূত ৫.৭ মাত্রার ভূমিকম্পে কুমিল্লার বুড়িচং উপজেলার বিভিন্ন স্থানে ঘরবাড়িতে ফাটল দেখা দিয়েছে। হঠাৎ কম্পন শুরু হলে আতঙ্কে ঘর থেকে বেরিয়ে আসেন স্থানীয় বাসিন্দারা।

বুড়িচংয়ে ভূমিকম্পে ঘরবাড়িতে ফাটল-আতঙ্কে এলাকাবাসী

মোঃ আবদুল্লাহ, বুড়িচং প্রতিনিধি:বাংলাদেশসহ দেশের বিভিন্ন অঞ্চলে অনুভূত ৫.৭ মাত্রার ভূমিকম্পে কুমিল্লার বুড়িচং উপজেলার বিভিন্ন স্থানে ঘরবাড়িতে ফাটল দেখা দিয়েছে। হঠাৎ কম্পন শুরু হলে আতঙ্কে ঘর থেকে বেরিয়ে আসেন স্থানীয় বাসিন্দারা।

শুক্রবার সকাল ১০টা ৩৭ মিনিটের দিকে অনুভূত প্রায় ২৬ সেকেন্ড স্থায়ী এই ভূমিকম্পে বুড়িচং সদরসহ বিভিন্ন ইউনিয়নে টিনশেড, সেমিপাকা ও পাকা ঘরের দেয়াল, মেঝে ও পাতালভিত্তিতে ফাটল ধরার খবর পাওয়া গেছে। কোথাও কোথাও টিনের চাল টলে ওঠে এবং ঘরের ভেতরের সামগ্রী নড়ে যায় বলে জানিয়েছেন স্থানীয়রা।

সদর পৌরসভার বাসিন্দা জয়দল হোসেন বলেন, “হঠাৎ ভূমিকম্প শুরু হতেই আমরা পরিবারসহ বাইরে বের হয়ে যাই। পরে শুনি আশপাশের অনেক ঘরে ফাটল ধরেছে।”

স্থানীয় বাসিন্দারা জানান, ভূমিকম্পের আগে তারা বিকট শব্দ শুনতে পান। কিছুক্ষণ পর পুরো ঘর দুলে ওঠে। অনেকে প্রথমে ভেবেছিলেন আশপাশে কোনো বিস্ফোরণ ঘটেছে। পরে নিশ্চিত হন যে সারাদেশেই ভূমিকম্প অনুভূত হয়েছে।

বুড়িচং উপজেলা প্রশাসন জানায়, ক্ষয়ক্ষতির পরিমাণ যাচাইয়ে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ শুরু হয়েছে। প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরির কাজ চলছে।