কুমিল্লা-৫ বুড়িচং-ব্রাহ্মণপাড়া আসনে কে হচ্ছেন বিএনপির ধানের শীষের কান্ডারী

কুমিল্লা- ৫(বুড়িচং - ব্রাহ্মণপাড়া) আসনে আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে কে হচ্ছেন ধানের শীষের কান্ডারী—এ নিয়ে দলীয় নেতা-কর্মী ও সাধারণ ভোটারদের মধ্যে তীব্র আলোচনা-সমালোচনা চলছে।

কুমিল্লা-৫ বুড়িচং-ব্রাহ্মণপাড়া আসনে কে হচ্ছেন বিএনপির ধানের শীষের কান্ডারী

 মোঃ আবদুল্লাহ বুড়িচং প্রতিনিধি: কুমিল্লা- ৫(বুড়িচং - ব্রাহ্মণপাড়া) আসনে আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে কে হচ্ছেন ধানের শীষের কান্ডারী—এ নিয়ে দলীয় নেতা-কর্মী ও সাধারণ ভোটারদের মধ্যে তীব্র আলোচনা-সমালোচনা চলছে।

দলের ভেতরে শুরু হয়েছে জল্পনা-কল্পনা, কে পাবেন দলের মনোনয়ন। প্রতিটি প্রার্থী নিজ নিজ অবস্থান থেকে ব্যস্ত সময় পার করছেন লবিং ও তদবিরে, আর কর্মী-সমর্থকরা অধীর আগ্রহে তাকিয়ে আছেন দলের হাইকমান্ডের সিদ্ধান্তের দিকে।

জানা গেছে, কুমিল্লা -৫ (বুড়িচং -ব্রাহ্মণপাড়া) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে রয়েছেন দলের বেশ কয়েকজন যোগ্য, অভিজ্ঞ ও জনপ্রিয় নেতা। তাঁদের মধ্যে রয়েছেন—হাজী মোঃ জসিম উদ্দিন, কুমিল্লা দঃ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সভাপতি। 

এটি এম মোঃ মিজানুর রহমান, কুমিল্লা দঃ জেলা বিএনপির সদস্য ও বুড়িচং উপজেলা বিএনপির সভাপতি।

ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন, প্রধান উপদেষ্টা ড.মুহাম্মদ ইউনূসের আইনজীবী ও বাংলাদেশ বার কাউন্সিলের লিগ্যাল এডুকেশন কমিটির চেয়ারম্যান। 

ডা: মো: নজরুল ইসলাম শাহীন, সহযোগী অধ্যাপক, ময়নামতি মেডিকেল কলেজ, আহবায়ক, বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ, কুমিল্লা জেলা সদস্য , কুমিল্লা দঃ জেলা বিএনপির সদস্য ও বুড়িচং উপজেলা বিএনপি।প্রতিটি প্রার্থীই স্থানীয়ভাবে সক্রিয় ভূমিকা রাখছেন এবং নিজেদের জনপ্রিয়তা ও ত্যাগের স্বীকৃতি পেতে আশাবাদী।

কুমিল্লা -৫ আসনের বিএনপি'র কর্মী-সমর্থকদের মধ্যে চলছে আলোচনা—কে হবেন তাদের প্রিয় প্রতীক ধানের শীষের কান্ডারী এবং কে নেতৃত্ব দেবেন আসন্ন নির্বাচনে দলের মাঠপর্যায়ের লড়াইকে।

এখন প্রশ্ন একটাই—কুমিল্লা -৫ আসনে শেষ পর্যন্ত কে পাচ্ছেন বিএনপির মনোনয়নের কাঙ্ক্ষিত প্রতীক “ধানের শীষ”?এই প্রশ্নের উত্তর মিলবে শীঘ্রই, যখন বিএনপি'র হাইকমান্ড ঘোষণা করবে তাদের চূড়ান্ত প্রার্থীর নাম।