চাঁপাইনবাবগঞ্জে হেরোইনসহ দুইজন গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জের ইসলামপুর ইউনিয়নে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের অভিযানে হেরোইনসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জে হেরোইনসহ দুইজন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদন:চাঁপাইনবাবগঞ্জের ইসলামপুর ইউনিয়নে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের অভিযানে ১০০ গ্রাম হেরোইনসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। 

গ্রেফতারকৃতরা হলেন: চাঁপাইনবাবগঞ্জের হাকিমপুর পশ্চিমপাড়ার মৃত লুৎফর মন্ডল এর ছেলে আমিনুল ইসলাম ওরফে আমিন কালু ৩০)ও হাকিমপুর ফাটাপাড়ার সৈয়েবুর রহমানের ছেলে রায়হান (৩১)।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি)র এক প্রেসনোটে বৃহস্পতিবার দুপুরে জানানো হয়:চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ রেজাউল করিম,বিপিএম-সেবা এর নির্দেশক্রমে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ শাহিন আকন্দ এর সার্বিক তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখার এসআই ফয়সাল হাসান এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্সসহ গতকাল (২ এপ্রিল) বুধবার দুপুর দেড়টার দিকে মাদক পাচারের গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের বাররশিয়া বৈইরাপাড়ায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ১০০ গ্রাম হেরোইনসহ দুইজনকে করা হয়।

এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।