হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০০০ ব্যাচের রজত জয়ন্তী উদযাপন
চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০০০ ব্যাচের ২৫ বছর পূর্তি তথা রজত জয়ন্তী উৎসব উদযাপিত হয়েছে

কপোত নবী স্টাফ রিপোর্টার চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০০০ ব্যাচের ২৫ বছর পূর্তি তথা রজত জয়ন্তী উৎসব উদযাপিত হয়েছে।
রজত জয়ন্তী উপলক্ষে ২ এপ্রিল বুধবার দিনব্যাপী স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসএসসি ২০০০ ব্যাচের শিক্ষার্থী শিশির, হাদী, মোহাম্মদ আলী, রাহাব এর আয়োজনে রজত জয়ন্তী উৎসব মিলন মেলায় পরিনত হয়।
এদিন সকাল বেলা হরিমোহন মাঠে জাঁকজমকপূর্ণ স্টেজে নাস্তা হিসেবে চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্য কালাইরুটি ও হাঁসের মাংস পরিবেশন করা হয়। নাস্তা শেষে ৫০/৬০ টি মোটরসাইকেল ও ৪টি প্রাইভেট কার নিয়ে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা টিতে বড় বড় ব্যাচের পতাকা সকলের দৃষ্টি আকর্ষণ করে। শোভাযাত্রা টি শহরের কোর্ট বাগান, বিশ্বরোড, শিবতলা মোড়, বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু, বারঘরিয়া, শান্তিমোড়, বাতেন খাঁর মোড়, বড় ইন্দারা মোড় ঘুড়ে হরিমোহন মাঠে এসে শেষ হয়।
এর পর প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট খেলা হয় ক, খ ও গ শাখার শিক্ষার্থীদের মাঝে। হাঁড়ি ভাঙাসহ অন্যান্য খেলাও অনুষ্ঠিত হয়। দুপুরে মধ্যাহ্ন বিরতির পর শহীদ শাটু হলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। যা চলে সন্ধ্যা পর্যন্ত।
সন্ধ্যার পর আবারও হরিমোহন মাঠে শুরু হয় বিভিন্ন শিক্ষার্থীর স্মৃতিচারণ। এরপর আয়োজকসহ ডোনারদের মাঝে সম্মাননা ক্রেস্ট বিতরণ করা হয়। রাতের ভোজের পর দিনব্যাপী অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০০০ ব্যাচের রজত জয়ন্তী উৎসবে ১২০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।