চাঁপাইনবাবগঞ্জে তিন কোটি টাকার হেরোইনসহ তিনজন গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে

চাঁপাইনবাবগঞ্জে তিন কোটি টাকার হেরোইনসহ তিনজন গ্রেপ্তার

র‌্যাব-৫ রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের যৌথ অভিযানে ৩ কেজি হেরোইনসহ ৩ জন গ্রেপ্তার হয়েছেন। গ্রেপ্তারকৃতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার চর কোদালকাটি গ্রামের মৃত মোয়াজ্জেম হোসেনের ছেলে মো. শফিকুল ইসলাম (৪৪), চর আলাতুলী বকচর গ্রামের মৃত নূর মোহাম্মদের ছেলে মো. আলাউদ্দিন (৫৫) ও একই গ্রামের মো. সাদেকুলের ছেলে মো. সুমন (২৫)।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার র‌্যাব এই তথ্য জানিয়েছে।

র‌্যাব আরো জানায়, গত রবিবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার রানীনগর নামক এলাকায় যৌথ অভিযান চালায় র‌্যাব। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব জানতে পারে যে, বকচর এলাকায় ভারতীয় সীমান্ত হতে কতিপয় মাদক ব্যবসায়ী নৌকাযোগে যাত্রীবেশে মাদকদ্রব্য বিক্রির উদ্দেশ্যে পদ্মা নদী পার হয়ে বালুগ্রাম ঘাটের দিকে আসছে। বিষয়টি জানা মাত্রই র‌্যাবের গোয়েন্দা দল ঘাটের কাছাকাছি পৌঁছালে দেখতে পায় যে, ৩ জন ব্যক্তি তাদের সঙ্গে থাকা ব্যাগসহ নৌকা হতে নেমে দ্রুতগতিতে পাড়ের দিকে উঠে আসছে। এসময় তারা র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে র‌্যাবের দল তাদেরকে আটক করে। এসময় একজন পালিয়ে যায়। পরবর্তীতে আটককৃতদের দখলে থাকা বাজারের ব্যাগের ভিতর হতে ৩ কেজি হেরোইন উদ্ধার করা হয়।

এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।