শিবগঞ্জে কৃষকের মাঝে কৃষি উপকরণ বিতরণ
৪২৪ জন কৃষক কিষানির মধ্যে কৃষি উপকরণ বিতরণ করা
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে স্মলহোল্ডার এগ্রিকালচারাল কম্পিটিটিভনেস প্রজেক্ট ও আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণের আওতায় ৪২৪ জন কৃষক-কিষানির মধ্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে উপজেলা কৃষি অফিসের আয়োজনে কৃষি অফিস চত্বরে আয়োজিত অনুষ্ঠানে এসব উপকরণ বিতরণ করেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার উজ্জল হোসেন সভাপতিত্ব করেন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি অফিসার (ভারপ্রাপ্ত) সুনাইন বিন জামান, উপসহকারী কৃষি কর্মকর্তা আজম কনক, রিয়াজসহ অন্যরা।
অনুষ্ঠানে স্মলহোল্ডার এগ্রিকালচারাল কম্পিটিটিভনেস প্রজেক্ট ও আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণের আওতায় সবজি বীজ ও রাসায়নিক সারসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়।