শিবগঞ্জে সাবেক এমপিসহ ২৭ জনের বিরুদ্ধে আদালতে হত্যা মামলা দায়ের

শিবগঞ্জে ছাত্রদল কর্মী মতিউর রহমান এম’কে গুলি করে হত্যার ঘটনায় আদালতে মামলা দায়ের করা হয়েছে

শিবগঞ্জে সাবেক এমপিসহ ২৭ জনের বিরুদ্ধে আদালতে হত্যা মামলা দায়ের

২০১৫ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ছাত্রদল কর্মী মতিউর রহমান এম’কে গুলি করে হত্যার ঘটনায় আদালতে মামলা দায়ের করা হয়েছে।

আজ সোমবার (৭ অক্টোবর)দুপুরে চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন নিহত ছাত্রদল নেতা মতিউর রহমানের বড় ভাই মো. জেম আলী।

আদালতের বিচারক মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন-পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

বিষয়টি গনমাধ্যমকে নিশ্চিত করেছেন বাদির আইনজীবি মো.কবির হোসেন জানান, ২০১৫ সালের ১৪ জানুয়ারি শিবগঞ্জ উপজেলার বাজিতপুর গ্রামের মৃত উনসাহাক আলীর ছেলে মতিউর রহমানসহ আরও কয়েকজনকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে চোখ বেঁধে তুলে নিয়ে যায়।

পরের দিন সকালে মোবারকপুর এলাকার খড়কপুর গ্রামের একটি বেগুন খেতে গুলি করে হত্যা করা হয় তাকে।

এ ঘটনায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য গোলাম রাব্বানী ও তার দলীয় লোকজন এবং তৎকালিক চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পের মেজর কামরুজ্জামানসহ মোট ২৭ জনকে আসামী করা হয়েছে দায়েরকৃত মামলায়।