বালিয়াডাঙ্গা ইউনিয়নে মতবিনিময় সভা
বালিয়াডাঙ্গায় আব্দুল ওদুদ এমপি নৌকা প্রতীকে ভোট চায়লেন সুবিধাভোগীদের কাছে
বর্তমান সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে সরকারের সামাজিক সুরক্ষার আওতায় সুবিধাভোগীদের কাছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট চেয়েছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ।
মঙ্গলবার বিকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদের আয়োজনে বালিয়াডাঙ্গা স্কুল মাঠে সরকারের সুবিধাভোগীদের নিয়ে মতবিনিময় সভায় ভোট দেয়ার অনুরোধ জানান তিনি।
আব্দুল ওদুদ প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। তিনি সুবিধাভোগীদের উদ্দেশ্যে বলেন, গত ১৫ বছর ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া বয়স্ক, বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতাসহ অন্যান্য ভাতা যারা পাচ্ছেন আগামী নির্বাচনে আওয়ামী লীগ যদি নির্বাচিত হতে না পারে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যদি প্রধানমন্ত্রী না হন যদি অন্য কোনো সরকার ক্ষমতায় আসে তাহলে আপনাদের বাদ দিয়ে তাদের লোককে ভাতা দিবে। কাজেই দ্বাদশ জাতীয় নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসন্ন নির্বাচনে দলমত নির্বিশেষে নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগতে ক্ষমতায় আনতে হবে এবং শেখ হাসিনাকে আবারো প্রধানমন্ত্রী করে দেশ পরিচালনার দায়িত্বভার দিতে হবে।
বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হেনা মো. আতাউল হক কমলের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরো বক্তব্য দেন- জেলা আওয়ামী লীগের সদস্য ও সংসরক্ষিত আসনের সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসি, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আমিনুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি রফিকুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক মনিরুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ফায়জার রহমান কনক, সদর সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আখতার, মহারাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাহিদ ইসলাম রাজন, বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তরিকুল ইসলাম, জেলা পরিষদের সাবেক সদস্য আব্দুল হাকিম, বালিয়াডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তাকদীরুল আলম আজম ও সাধারণ সম্পাদক আবু সালেহ আল হাম্মাদ রাজীবসহ অন্যরা।