কুমিল্লা-৫ আসনে এবি পার্টির পদপ্রার্থী ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূইয়ার উঠান বৈঠক
আগামী জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৫ (বুড়িচং ও ব্রাহ্মণপাড়া) আসনে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) মনোনীত পদপ্রার্থী ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূইয়ার উপস্থিতিতে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
মোঃ আবদুল্লাহ বুড়িচং:আগামী জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৫ (বুড়িচং ও ব্রাহ্মণপাড়া) আসনে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) মনোনীত পদপ্রার্থী ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূইয়ার উপস্থিতিতে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

বুড়িচং উপজেলার ৭ নং মোকাম ইউনিয়নের শিকারপুরবাসীর উদ্যোগে আয়োজিত এ উঠান বৈঠকে সভাপতিত্ব করেন বিশিষ্ট শিক্ষাবিদ জনাব মোজাম্মেল হক ভূইয়া।
এসময় এলাকার জনগণের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন এবি পার্টির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূইয়া।
আরও বক্তব্য রাখেন এবি পার্টি কুমিল্লা জেলা সদস্য সচিব ও বুড়িচং পৌরবাসী মুহাম্মদ আবদুল কাইয়ুম, বুড়িচং উপজেলা আহবায়ক গাজী মোসলেম উদ্দিন, জেলা সাংগঠনিক সম্পাদক আবু সালেহ মোঃ মাসুদ, কুমিল্লা মহানগর সেক্রেটারি আবদুল কাইয়ুম ভূইয়া মুকুল, এবং ময়নামতি ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবক জহিরুল ইসলাম।
ছাত্রনেতা সোয়াইব মাহমুদের সঞ্চালনায় শিকারপুরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে বক্তব্য রাখেন শাহ আলম, রেবতী পাল, নূর নবী, সালাম খন্দকার, তাহের, আবু জাহের, গোলাম নবী, আতিকুর রহমান, কাজী সেলিম, মুহাম্মদ সেলিম, মোহাম্মদ কামাল হোসেন মাস্টার, মোহাম্মদ নাসিম, সাব্বির, আবদুর রব, গোলাম মোস্তফা ও ফয়েজ আহমেদ ভূইয়া।

উঠান বৈঠকে এলাকাবাসী ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূইয়ার প্রতি গভীর আস্থা ও সমর্থন ব্যক্ত করেন এবং এলাকার উন্নয়ন ও পরিবর্তনের অঙ্গীকারে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার করেন।



