কর্মবিরতির ক্ষতি পোষাতে শনিবারেও ক্লাস বুড়িচংয়ে

বাড়িভাড়া ভাতা বৃদ্ধি ও তিন দফা দাবিতে টানা আট দিন কর্মবিরতির পর শিক্ষার্থীদের একাডেমিক ক্ষতি পুষিয়ে দিতে শনিবারেও ক্লাস নিয়েছেন কুমিল্লার বুড়িচং উপজেলার শিক্ষকরা।

কর্মবিরতির ক্ষতি পোষাতে শনিবারেও ক্লাস বুড়িচংয়ে

মো. আবদুল্লাহ বুড়িচং:বাড়িভাড়া ভাতা বৃদ্ধি ও তিন দফা দাবিতে টানা আট দিন কর্মবিরতির পর শিক্ষার্থীদের একাডেমিক ক্ষতি পুষিয়ে দিতে শনিবারেও ক্লাস নিয়েছেন কুমিল্লার বুড়িচং উপজেলার শিক্ষকরা।

এদিন উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে বিদ্যালয়ে উপস্থিত হয়ে পাঠদান করেন। শিক্ষার্থীদের উপস্থিতিও ছিল সন্তোষজনক।

আরাগ আনন্দপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. হান্নান বলেন, “দীর্ঘ কর্মবিরতির কারণে শিক্ষার্থীরা ক্ষতির মুখে পড়েছে। সেই ক্ষতি পূরণে সবাই স্বেচ্ছায় ছুটির দিনেও ক্লাস নিচ্ছেন।

মিথিলাপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোকবুল হোসেন ভুইয়া বলেন, “আমরা এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের নির্দেশনা অনুযায়ী শনিবারেও ক্লাস নিচ্ছি। এতে শিক্ষার্থীরা নিয়মিত পাঠে ফিরছে।

শিক্ষার্থীদের ক্ষতি পূরণে শনিবারে ক্লাস নেওয়ার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন শিক্ষার্থীদের অভিভাবকরা।