বুড়িচং উপজেলা দলিল লেখক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন
কুমিল্লার বুড়িচং উপজেলা দলিল লেখক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মোঃ আবদুল্লাহ বুড়িচং প্রতিনিধি:কুমিল্লার বুড়িচং উপজেলা দলিল লেখক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) বুড়িচং সদরের পানসী রেস্টুরেন্টে বাংলাদেশ দলিল লেখক সমিতি, বুড়িচং উপজেলা শাখার উদ্যোগে এ সম্মেলনের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সমিতির সভাপতি মো. নুরুল হক মাস্টার এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. ছিদ্দিকুর রহমান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. কবির হোসেন।
প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. হুমায়ুন কবির বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক আবু ইউছুফ তুহিন, সাংগঠনিক সম্পাদক আবু নাসের মুন্সি, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি ফরিদ উদ্দিন মেম্বার,বিএনপির সহ দপ্তর সম্পাদক আবু জাহের শিপু,উপজেলা যুবদলের আহ্বায়ক মো. জাবেদ কাউছার সবুজ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
সম্মেলনের শেষে জেলা দলিল লেখক সমিতির সভাপতি আলহাজ্ব এম.এ এইচ. মন্জু ও সাধারণ সম্পাদক মিয়া মো. সোহাগ পারভেজ এর স্বাক্ষরিত ২৫ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মো. কবির হোসেন।
নবগঠিত কমিটিতে সভাপতি পদে আবু হেনা মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ নজরুল ইসলাম ভূঁইয়া এবং সাংগঠনিক সম্পাদক পদে মো. নুরুজ্জামান নির্বাচিত হন।
নতুন কমিটির নেতৃবৃন্দ বলেন, “আমরা দলিল লেখকদের পেশাগত উন্নয়ন ও সংগঠনের ঐক্য রক্ষায় কাজ করে যাব।