গত ২৪ ঘণ্টায় সারাদেশে গ্রেপ্তার-৩০৬
গত ২৪ ঘণ্টায় ৩০৬ জনকে গ্রেপ্তার করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’-এর আওতায় বিশেষ অভিযানে সারা দেশে গত ২৪ ঘণ্টায় ৩০৬ জনকে গ্রেপ্তার করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
পুলিশ সদর দপ্তর সোমবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত এক দিনের অভিযানে গ্রেপ্তারের পাশাপাশি সারা দেশ থেকে ১৬টি আগ্নেয়াস্ত্র, ৪৯ রাউন্ড গুলি, ৬ রাউন্ড কার্তুজ ও ৯ হাজার ৬৯০ পিস ইয়াবা জব্দ করা হয়।
সারা দেশে অপরাধ দমন ও শান্তি-শৃঙ্খলা রক্ষায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।




