‎নবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

হবিগঞ্জের নবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আকমল হোসেন (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

‎নবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

স্বপন রবি দাশ হবিগঞ্জ প্রতিনিধি:হবিগঞ্জের নবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আকমল হোসেন (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

‎নিহত আকমল হোসেন উপজেলার রাইয়াপুর গ্রামের মৃত মওলুদ হোসেনের পুত্র। 

‎স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে তিনি নিজ বাড়িতে বৈদ্যুতিক বোর্ডে কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।

‎খবর পেয়ে নবীগঞ্জ থানার এসআই হোসাইন মোহাম্মদ আরাফাত ঘটনাস্থলে পৌছে মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন এবং ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করেন।

‎নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো: কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।