আমরা চাই,বাংলাদেশে কেউ যেন আর বৈষম্যের শিকার না হয়-নবীউল্লাহ নবী
রাজধানীর যাত্রাবাড়ীতে ধর্মীয় সম্প্রীতি সুদৃঢ় করা এবং আসন্ন নির্বাচনী পরিবেশ নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রাজধানীর যাত্রাবাড়ীতে ধর্মীয় সম্প্রীতি সুদৃঢ় করা এবং আসন্ন নির্বাচনী পরিবেশ নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার সন্ধ্যায় যাত্রাবাড়ী থানা সর্বজনীন পূজা উদযাপন পরিষদ এবং হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের যৌথ উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।

যাত্রাবাড়ীর চন্দন কোঠা কমিউনিটি সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা-৫ সংসদীয় আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী নবীউল্লাহ নবী।
প্রধান অতিথির বক্তব্যে নবীউল্লাহ নবী বলেন, বাংলাদেশ সকল ধর্মের মানুষের। এখানে আমরা মিলেমিশে বসবাস করি। আমরা এমন একটি সমাজ গড়তে চাই যেখানে প্রতিটি ধর্মের মানুষ সমান অধিকার এবং নিরাপত্তা নিয়ে বসবাস করতে পারবে।
তিনি বলেন, বাংলাদেশের কোনো মানুষ, কোনো নাগরিক যেন আর নিজেকে বঞ্চিত মনে না করেন। তারা সমাজের মূলধারার বাইরে আছেন সেটাও যেন তারা না ভাবেন।
ঢাকা-৫ আসনের বিএনপির এই প্রার্থী আরও বলেন, আমরা চাই, বাংলাদেশে কেউ যেন আর বৈষম্যের শিকার না হয়, সবাই শান্তিপূর্ণভাবে বসবাস করুক। ধর্মীয় সম্প্রীতি আমাদের হাজার বছরের ঐতিহ্য, তা রক্ষা করতে হবে।
তিনি এলাকার উন্নয়নে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
কৃষ্ণ রাজবংশীর সভাপতিত্বে ও চন্দ্র বাসি রায়ের সঞ্চালনায় সভায় এলাকার সংখ্যালঘু সম্প্রদায়ের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা করা হয়। সভায় বিপুলসংখ্যক স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন।সূত্র_বাংলাদেশ প্রতিদিন




