‎মাধবপুরে বিদেশি মদসহ দুইজন আটক

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে ২১৩ বোতল বিদেশি মদসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে

‎মাধবপুরে বিদেশি মদসহ দুইজন আটক

স্বপন রবি দাশ হবিগঞ্জ প্রতিনিধি:হবিগঞ্জের মাধবপুর উপজেলায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে ২১৩ বোতল বিদেশি মদসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। রোববার (২৪ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার জগদীশপুর ইউনিয়নের মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

‎গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন স্থানীয় সেনা ক্যাম্পের কমান্ডার। আটক ব্যক্তিরা হলেন- হবিগঞ্জ সদর উপজেলার আর.ডি. হল এলাকার মোস্তফা কামালের ছেলে শরিফ উদ্দিন (৩৯) এবং আনোয়ারপুর গ্রামের সুনীল সরকারের ছেলে সুমন সরকার (২৭)।

‎অভিযানের সময় তাদের কাছ থেকে মোট ২১৩ বোতল বিদেশি মদ জব্দ করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এসব মাদকদ্রব্য স্থানীয়ভাবে বাজারজাত করার উদ্দেশ্যে মজুত করা হয়েছিল।

‎সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, আটককৃত দুই আসামি ও জব্দকৃত মদ মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

‎এদিকে, মাধবপুরে দীর্ঘদিন ধরে মাদকের বিস্তার নিয়ে এলাকাবাসীর মধ্যে উদ্বেগ বিরাজ করছিল। সেনাবাহিনীর এই সফল অভিযানে স্থানীয়রা স্বস্তি প্রকাশ করেছেন এবং ভবিষ্যতেও মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।