শিক্ষার্থীদের ইন্টারনেট ব্যবহারে সচেতন ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করার লক্ষে সভা
শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সচেতনতা বৃদ্ধি, সুস্থ সংস্কৃতি চর্চা এবং শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করার লক্ষে এক সভা
চাঁপাইনবাবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সচেতনতা বৃদ্ধি, সুস্থ সংস্কৃতি চর্চা এবং শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করার লক্ষে এক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার হরিপুর ১ নম্বর উচ্চ বিদ্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা প্রশাসন আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন, রাজশাহী বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন ও আইসিটি) ড. মো. মোকছেদ আলী।
সদর উপজেলা নির্বাহী অফিসার মোছা. তাছমিনা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আমিরুল ইসলাম, হরিপুর ১ নম্বর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোস্তফা কামাল। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেনÑ উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার মো. আব্দুল আলীম, উপজেলা সহকারী শিক্ষা অফিসার পরিমল কুমার কুন্ডু, বিদ্যালয়টির শিক্ষক কাশেদ আলীসহ অন্যরা।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত বিভাগীয় কমিশনার ড. মো. মোকছেদ আলী শিক্ষার্থীদের পরামর্শ দিয়ে বলেন, তোমরা ইন্টারনেট কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ব্যবহার করার সময় সতর্কতা অবলম্বন করবে। না জেনে বুঝে কারো কোনো পোস্টে লাইক কিংবা শেয়ার করবে না। তোমরা মহান মুক্তিযুদ্ধকে জানবে, দেশপ্রেমে উদ্বুদ্ধ হবে। তোমরা আগামী দিনের কাণ্ডারি, তোমরাই স্মার্ট বাংলাদেশ গড়বে। কাজেই তোমাদের স্মার্ট নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে।
পরে ড. মো. মোকছেদ আলী চাঁপাইনবাবগঞ্জ কালেক্টরেট ইংলিশ স্কুল পরিদর্শন করেন। এ সময় জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও সরকারের উপসচিব দেবেন্দ্র নাথ উরাঁও, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পাপিয়া সুলতানা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছমিনা খাতুন উপস্থিত ছিলেন।