চাঁপাইনবাবগঞ্জে চালু হলো হক নার্সিং হোম
চাঁপাইনবাবগঞ্জের প্রাণ কেন্দ্র শান্তি মোড়ে অত্যাধুনিক যন্ত্রপাতি সমৃদ্ধ ফিজিওথেরাপি বিভাগ,নতুন রুপে চালু হলো হক নার্সিং হোম
জাহিদ চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃচাঁপাইনবাবগঞ্জের প্রাণ কেন্দ্র শান্তি মোড়ে অত্যাধুনিক যন্ত্রপাতি সমৃদ্ধ ফিজিওথেরাপি বিভাগ,নতুন রুপে চালু হলো হক নার্সিং হোম। শনিবার (৪ জানুয়ারি) দুপুরে দোয়া মাহফিলের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন ঘোষণা করেন কর্তৃপক্ষ। এসময় অনুষ্ঠানে অতিথিরা ছিলেন, ডাঃ মোঃ নাদিম সরকার সার্জারী বিশেষজ্ঞ ও চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সদস্যসচিব আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম এছাড়াও,অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডাক্তার, হক নার্সিং হোমের স্টাফসহ অনেকেই।
হক নার্সিং হোম উদ্বোধন উপলক্ষে দিন ব্যাপী চলে ফ্রী মেডিকেল ক্যাম্প। এতে ডাক্তার চিকিৎসা সেবা প্রদান করেন, সার্জারী বিশেষজ্ঞ ডাঃ মোঃ নাদিম সরকার, এবং গাইনী ও জেনারেল প্রাকটিশনার ডাঃ রহিমা আকতার। এসময় প্রথম দিনেই শতাধিক রুগী ফ্রী চিকিৎসা নিয়ে হাশি মুখে ফিরেন।
ক্লিনিকটির বৈশিষ্ট্য,বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা আল্ট্রাসনোগ্রাফি 4D/HD কালার ডপলার পরীক্ষা করার সু-ব্যবস্থা।প্রতিদিন গাইনী, মেডিসিন, হৃদরোগ, নাক-কান-গলা, চর্ম-যৌন এবং সার্জারী ডাক্তারদের চিকিৎসা সেবার সু-ব্যবস্থা। সর্বাধুনিক যন্ত্রপাতি সমৃদ্ধ প্যাথলজিক্যাল ল্যাবরেটরী পরীক্ষা সমূহের সর্বোচ্চ গুণগত মানের নিশ্চয়তা। এছাড়াও রয়েছে, ২৪ ঘন্টা সিজার সহ সকল প্রকার অপারেশনের সু-ব্যবস্থা সহ অল্প খরচে নির্ভূল টেষ্ট ও উন্নতমানের সেবা প্রদান।
হক নার্সিং হোম কর্তৃপক্ষ সিরিয়ালের জন্য দুটি মোবাইল নাম্বার প্রকাশ করেছে সেগুলো, ০১৩৩০ ৫৪৭৮২২, ০১৩৩০ ৫৪৭৮২৩।