হবিগঞ্জে পুলিশের মাস্টার প্যারেড ও মাসিক সভা
জেলা পুলিশের শৃঙ্খলা, সদস্যদের কল্যাণ এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও সুসংহত রাখতে হবিগঞ্জে মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

স্বপন রবি দাশ হবিগঞ্জ প্রতিনিধি:জেলা পুলিশের শৃঙ্খলা, সদস্যদের কল্যাণ এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও সুসংহত রাখতে হবিগঞ্জে মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ ডিসেম্বর) সকাল ৮টায় হবিগঞ্জ জেলা পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে মাস্টার প্যারেডের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার মোছাঃ ইয়াছমিন খাতুন। প্যারেডে জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও সদস্যরা অংশ নেন।
প্যারেড শেষে পুলিশ লাইন্সের ড্রিল শেডে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও ফোর্স সদস্যরা পেশাগত ও ব্যক্তিগত সমস্যার কথা পুলিশ সুপারের কাছে তুলে ধরেন। পুলিশ সুপার মনোযোগসহকারে বিষয়গুলো শোনেন এবং যৌক্তিক দাবির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
পরবর্তীতে পুলিশ সুপারের কার্যালয়ে নভেম্বর ২০২৫ মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধের ধরন, অপরাধ দমন কার্যক্রম ও গুরুত্বপূর্ণ মামলার অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপারবৃন্দ, সার্কেল অফিসার, থানার অফিসার ইনচার্জ (ওসি), তদন্ত পরিদর্শক এবং গুরুত্বপূর্ণ মামলার তদন্ত কর্মকর্তারা।
পুলিশ সুপার মোছাঃ ইয়াছমিন খাতুন সভায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত রাখতে দায়িত্বশীলতা, পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন। তিনি অপরাধ দমন, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং জনগণের আস্থা অর্জনে মাঠপর্যায়ের কর্মকর্তাদের আরও সক্রিয় ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন।




