গোমস্তাপুরে গভীর নলকূপ স্থাপনে বিএমডি এর অনিয়ম
উল্লেখ্য থাকে যে মোহাম্মদ নাসির উদ্দিন বোরিং হইতে মোঃ সুমন এর বেরিং ২০০ ফিটের বেশি দূরত্ব হবে না যা বিএমডিএ এর নিয়ম বহির্ভূত
মোঃ সিফাত রানা গোমস্তাপুর প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলাধীন ৪ নং পার্বতীপুর ইউনিয়নের অন্তর্গত ৫ নং ওয়ার্ডের মেহেরপুর গ্রামের নিমইল মজাই অবস্থিত অগোভির নলকূপের মালিক মোহাম্মদ নাসির উদ্দিনের স্কিমের আওতাই প্রায় ৫০ বিঘা জমি সেচ কাজে ব্যবহার হয়।
কিন্তু হঠাৎ ওরে উক্ত ইসকে মেরা আওতায় বিএমডিএ অফিস কর্তৃক অনুমোদিত মোঃ সুমন নামে একজন কৃষক সেচ কাজের জন্য গভীর নলকূপের কুমারখনন কাজ করিতেছে।কিন্তু উল্লেখ্য থাকে যে মোহাম্মদ নাসির উদ্দিন বোরিং হইতে মোঃ সুমন এর বেরিং ২০০ ফিটের বেশি দূরত্ব হবে না যা বিএমডিএ এর নিয়ম বহির্ভূত।
সহকারী প্রকৌশলী বরেন্দ্র বহুমুখী উন্নয়ন প্রকল্প গোমস্তাপুর জোন চাঁপাইনবাবগঞ্জ,তিনি বলেন এটা ইঞ্জিনিয়ার এর ভুলে হয়ে গেছে বর্তমানে এর কার্যকারিতা স্থগিত করা হয়েছে এবং গোমস্তাপুর উপজেলা ইউনোর সাথে আলোচনা করেপদক্ষেপ গ্রহণ করা হবে।