চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে ইয়াবা-হেরোইনসহ যুবক আটক
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মাদক চোরাচালান প্রতিরোধে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) আরও একবার সফলতা অর্জন করেছে
গোমস্তাপুর প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মাদক চোরাচালান প্রতিরোধে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) আরও একবার সফলতা অর্জন করেছে।

রবিবার (০৭ ডিসেম্বর ২০২৫) সন্ধ্যায় রহনপুর এলাকায় এক বিশেষ অভিযানে ভারতীয় ইয়াবা ও হিরোইনসহ একজন চোরাকারবারীকে আটক করেছে বিজিবি।
বিজিবি সূত্রে জানা যায়, অত্র ব্যাটালিয়নের অধীনস্থ রহনপুর বিওপির টহল কমান্ডার সুবেদার মোঃ সেখ আব্দুল জব্বারের নেতৃত্বে একটি বিশেষ টহল দল বিকেল আনুমানিক ১৬:২০ ঘটিকায় ফারুক গার্মেন্টসের পিছনের একটি গলিতে অভিযান পরিচালনা করে। এসময় ৪৮ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১০ পুড়িয়া হিরোইনসহ এক যুবককে আটক করা হয়।
আটককৃতের নাম মোঃ অন্তর (২৪)। তিনি নওগাঁ জেলার মান্দা থানার পরানপুর এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর থানায় মামলা দায়ের ও মালামাল হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম, পিএসসি জানান, সীমান্তজুড়ে গরু পাচার, মাদক চোরাচালান, অবৈধ অনুপ্রবেশসহ সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, সীমান্ত নিরাপত্তা রক্ষায় বিজিবির নিয়মিত টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে।
অভিযানের এই সফলতা সীমান্ত অঞ্চলে মাদক প্রতিরোধে বিজিবির কঠোর অবস্থানকে পুনরায় দৃঢ় করেছে। স্থানীয় জনগণও বিজিবির এমন পদক্ষেপকে স্বাগত জানিয়েছে।




